ফুলবাড়ীতে ভোট দিতে ১১৯ বছরের বৃদ্ধ আসলেন ভোটকেন্দ্রে – News Portal 24
ঢাকাSunday , ৭ জানুয়ারী ২০২৪

ফুলবাড়ীতে ভোট দিতে ১১৯ বছরের বৃদ্ধ আসলেন ভোটকেন্দ্রে

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ৭, ২০২৪ ১:৪৭ অপরাহ্ন
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে ৫২ কেন্দ্রে সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনেও অনেক বয়স্ক ভোটারকে ভোট দিতে দেখা গেছে। এমনই একজন প্রবীণ ভোটার খাদেম মোল্লা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন খাদেম মোল্লা। এ বয়সেও ভোট দিতে পেরে বেশ খুশি প্রবীণ এই নাগরিক।

ভোট দিয়ে খাদেম মোল্লা বলেন, ‘আর কয় বছর বাঁচি জানি না। এবার যখন আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, তাই ভোট দিতে এসেছি। আমি নৌকাকে সমর্থন করি। নৌকার একজন ভক্ত আমি। তাই আমার ভোট নৌকাতেই দিয়েছি।’

শফুরা বেগম ও ময়না বেগম জানান, তাদের শ্বশুরের বয়স ১১৯ বছর। তিনি প্রতিটি নির্বাচনেই ভোট দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারও ভোট দিলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি ভোট প্রয়োগ শেষে বৃদ্ধ খাদেম মোল্লার সঙ্গে দেখা করেন। কুশল বিনিময় শেষে খাদেম মোল্লাকে কেন্দ্রের ভিতরে নিয়ে যেতে কর্তব্যরত আনসার সদস্যদের নির্দেশ দেন।

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছেন ভোটাররা। যে-যার মতো ভোট দিয়ে ফিরে যাচ্ছেন। বেশ কয়েকজন বৃদ্ধ ভোটার স্বজনদের কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটাররা যথেষ্ট উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন।