দৌলতপুর এ্যাডরা কমিউনিটির উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা – News Portal 24
ঢাকাTuesday , ১৪ মার্চ ২০২৩

দৌলতপুর এ্যাডরা কমিউনিটির উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৩ ১১:১৮ অপরাহ্ন
Link Copied!

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে এ্যাডরা কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) আয়োজনে আজ ১৪ই মার্চ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় সময় উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরন চত্বরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর প্রকল্প ব্যবস্থাপক, সিইপি, জর্জ তমাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আমজাদ হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- সুপার ভাইজার তন্ময় রায়, ট্রেইনার নাদিমুল হাসান, এস আই এস সনজী, সিডিও মোঃ আদিল মিয়া, জান্নাতী বেগম, সিমা কুজুর, ঝর্না আক্রার, সিডাব্লিও জিয়াসমিন আক্রার, সুপদ সরকার সহ অনেকেই।

এসময় বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য নিয়ে আলোচনা করেন।