প্রবাসীদের কুয়েত আরবী ভাষা শিক্ষা | দুবাই ভাষা শিক্ষা | বাহরাইন প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | ওমান প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | সৌদি আরবি ভাষা শেখার সহজ উপায় ও পদ্ধতি | কাতার প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা – News Portal 24
ঢাকাSaturday , ৪ জুন ২০২২

প্রবাসীদের কুয়েত আরবী ভাষা শিক্ষা | দুবাই ভাষা শিক্ষা | বাহরাইন প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | ওমান প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | সৌদি আরবি ভাষা শেখার সহজ উপায় ও পদ্ধতি | কাতার প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা

নিউজ পোর্টাল ২৪
জুন ৪, ২০২২ ৩:৩৬ পূর্বাহ্ন
Link Copied!

আরবি শুধু একটি ভাষা নয়, এটি ইসলামী সভ্যতা-সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের অন্যতম বাহক। কালের বিবর্তনে বর্তমান পৃথিবীতে প্রচলিত অনেক ভাষা হারিয়ে যেতে পারে। কোরআনের বাহক হিসেবে আরবি ভাষা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কেননা মহান আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমিই কোরআন অবতীর্ণ করেছি, আমিই এটি সংরক্ষণ করব।’ (সুরা : হিজর, আয়াত : ৯)

বাংলাদেশের মতো অনারব দেশগুলোর জন্য আরবি ভাষা শিক্ষা ইসলামী শিক্ষারই নামান্তর। মানুষ যত বেশি এ ভাষার কাছাকাছি আসবে ততই ইসলামকে জানবে ও বুঝবে। ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘তোমরা আরবি ভাষা শেখো, কেননা এটি তোমাদের দ্বিনেরই অংশ।’

বাংলাদেশের অনেক লোক বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী হিসাবে কাজ করে থাকেন। এর মধ্যে অধিকাংশ লোক আরব দেশসমূহে কাজ করেন। তবে আরবি ভাষা না জানার কারণে অনেক সমস্যায় পড়েন। এজন্যে আরবি ভাষা শিক্ষা কোর্স করার পাশাপাশি বেশি বেশি চর্চা করলে সহজে শিখা হবে। এখানে আমরা কিছু আরবি শব্দ ও বাক্য জানবো যা সকলের কাজে আসবে।


আরবি ভাষায় প্রয়োজনীয় কথোপকথন

ক্রম বাংলা ইংরেজি বাংলায় আরবি উচ্চারন
১. আস্‌সালামু আলাইকুম Peace be upon you. আস্‌সালামু আলাইকুম
২. ওয়া আলাই কুমুস্‌সালাম Peace be upon you also ওয়া আলাই কুমুস্‌সালাম
৩. এদিকে আসুন Please come here তায়াল হেনা
৪. আপনার নাম কী? What is your name? মাইসমুক/ইসইসমুক?
৫. আমার নাম আবদুলাহ। My name is Abdllah. ইসমি আবদুলাহ
৬. আপনি কেমন আছেন? How are you? কাইফা হালুক
৭. আমি ভালো আছি I am well. তাইয়্যিব
৮. আমার শরীর ভালো না I am not well. লাসতু বেখাইর
৯. আপনি কোথা হতে এসেছেন? Whwre have you come from? মিন আইনা জিইতা?
১০. আমি বাংলাদেশ হতে এসেছি। I came from Bangadesh. জিয়তু মিন বাংলাদেশ
১১. কী জন্য এসেছেন? Why have you come? লিমা জিয়তা?
১২. বাড়ির কাজে এসেছি। I came for a job of house keeping. জিয়তু লিল আমাআল বাইত
১৩. কোন কোম্পানীতে চাকরি
করার জন্য এসেছেন?
In which companyyou came to service? ফি আআয়্যিতি শারিকাতি
জিয়তা লিল আমালি
১৪. কোম্পানির নাম ……… The name of the company is …………… ইসমুশ শারিকাহ ………..
১৫. কোম্পানির ঠিকানা কী? What is the address of the company? মা হুয়া ওনওয়ানুশ
শারিকাহ?
১৬. কোম্পানির ঠিকানা…. The name of the company is …………… ওনওয়ানুশ শারিকাহ ……
১৭. কোন রিক্রুটিং এজেন্সির
মাধ্যমে এসেছেন?
Through which Recruiting Agency you are selected? বিওয়াসিতাতি আইয়াতি
ওয়াকালাতিল ইসতিকদাম জিয়তা?
১৮. রিক্রুটিং এজেন্সির নাম …. The name of Recruiting Agency is …………….. ইসমু ওয়াসিতিল
ইসতিকদাম…………
১৯. পাসপোর্ট ও টিকেট দেখান Please show your Passpot & Ticcket হাতিল জাওয়ায ওয়াত
তাযকিয়া।
২০. অনুগ্রহ পূর্বক একটু তাড়াতাড়ি Please make a bit hurry. তায়াজ্জাল বিসামাহাতিকুম
২১. আমি সৌদি রিয়াল চাই I want Saudi Rials. আগীর রিয়ালাস সাউদি।
২২. আপনি এখন যেতে পারেন। Please you may go now. ফাদাল।
২৩. বের হওয়ার রাস্তা
কোন দিকে?
Where is the exit? আইনাল মাখরাজ।
২৪. বের হওয়ার রাস্তা
এই দিকে।
This is the way to exit. হাজা হুয়াল মাখরাজ।
২৫. মালপত্র গ্রহণের স্থান
কোথায়?
Where is the luggage cunter? আইনা মওদউ ইসতিলামিল
হাকীবাহ ওয়াল আফাশাহ?
২৬. মালপত্র গ্রহণের স্থান
এই দিকে।
This is the way to luggage counter. হাজা হুয়াল মাওদাউ লি ইসতিলামিল
হাকিবাহ ওয়াল আফাশাহ।
২৭. আপনি কি এখানে
এয়ারপোর্টে চাকরি করেন?
Do yu serve here in the Airport? হাল আস্তা তাশতাগিলু ফি
হাজাল মাত্বার।
২৮. হ্যাঁ, এখানে চাকরি করি। Yes, I serve here. নায়াম আশতাগিলু ফি
হাজাল মাত্বার।
২৯. নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি
আমাকে গ্রহণের জন্য আসছে কি?
Has the employers Representative come to receive me? হাল জায়া মুমাচ্ছিলু
ছাহিজাল আমাল?
৩০. ট্যাক্সিস্ট্যান্ড কোথায়? Where is the Taxi Stand? আইনা মাওকাফুত তাকসি?
৩১. হে ট্যাক্সি চালক রিয়াদ
যাবে কি?
Oh, Taxi Driver will you go to Riyadh? ইয়া সায়িকাত তাকসি হাল
তাজহাবু ইলার রিয়াদ?
৩২. রিয়াদ যাওয়ার ভাড়া কত? What is the Taxi fare to Riyadh? কাম উজরাহ লির্‌রিয়াদ?
৩৩. ভাড়া ১০ রিয়াল 10 Rials. আশরাহ রিয়াল।
৩৪. আপনার ব্যবহার আমার
কাছে খুব ভালো লাগে।
I like your behaviour very much. কালামুকা আহসানু জিদ্দান
লাদাইয়া।
৩৫. খাবার হোটেল কোথায়? Where is the Restaurant? আইনাল মাতয়াম?
৩৬. আপনি কী খেতে পছন্দ
করেন?
What type of food do you like to take মাজা তুহিবু আন তাকুলা।
৩৭. আমি ভাত-মাছ খেতে
পছন্দ করি।
I like to take rice and fish. আনা উহিববুর রুজ্জা
ওয়াসসামাক।
৩৮. আমার জ্বর হয়েছে। I am suffering from fever. আছাবানিল হুম্মা।
৩৯. আমার ডাক্তারের কাছে
যাওয়া প্রয়োজন।
I need to go to Doctor. আলাইয়া আন আযহাবা
ইলাতত্বাবিব।
৪০. আপনার আর কী কী
অসুবিধা হয়?
What are the other problem you face? আইয়াতু মুসকিলাতিল
লাকা সিওয়া হাজা?
৪১. আমি রীতিমতো খেতে
পারি না।
I cannot take meal regularly. লা আসতাতিউল আকলা
মাওয়াযিবান।
৪২.  আপনাকে অশেষ ধন্যবাদ। Thank you very much. শুকরান জায়িলান।
৪৩. আবার আসবেন। Come again. জিয়ারাতিকুম মাররা ছানিয়া
৪৪. আমাকে সাহায্য করুন। Help e. সাইদ নি।
৪৫. আমি বিপদে আছি। I am in danger. আনা ফি মুশকিলা।
৪৬. আমি কষ্টে আছি। I am in problem. আনা তাবান।
৪৭. টাকা Money ফুলুস
৪৮. আমাকে বেতন দিন Plese give my salary. আতিনি ফুলুস
৪৯. আমাকে পানি দাও Please give me water. আতিনি মাই
৫০. আমি বিপদে নাই I am not in danger. মাফি মুশকিলা
৫১. এই লোকটি আমার
মালিক কিনা?
Is this my Lord/Master?  হাদা কফিল?
৫২. আমি বাংলাদেশে ফোন
করব
I will call Bangladesh. মামা, আনা আতিনি সুয়াই
টেলিফোন বাংলাদেশ
৫৩. আমাকে বাবা ডাকছে Father is calling me. বাবা রিত আনা
৫৪. আমাকে ভাই ডাকছে Brother is calling me. মামা, ইনতি ইবনে বাদিওলাত/
ম্যাডাম খাইয়ে হকি মিশুম নিহা
৫৫. আমি হাসপাতালে
যেতে চাই
I want to go hospital. আনা বাদিক রহে মুস্তাসফা
৫৬. আমি এটা খেতে পাচ্ছি না I can not eat this. আনা মাফিকি আক্কেল
হায়দা
৫৭. আমি ভাত খেতে চাই I want to eat rice. আনা বাদ্দিক রোজ
৫৮. আমি রুটি খেতে চাই না I don’t want to eat bread. আনা মাবাদ্দিক খবুজ
৫৯. এটার নাম কি? What’s name is it? সুইসমিক হাদা
৬০. যাও Go.  রোহ / রোহে

দৈনন্দিন জীবনে ব্যবহারোপযোগী আরবি শব্দ

ক্রম বাংলা ইংরেজী বাংলায় আরবি উচ্চারণ
১. আমি (পুং ও স্ত্রী) I আনা
২. আমরা (পুং ও স্ত্রী) We নাহ্‌নু
৩. তুমি, আপনি (পুং) You আন্‌তা
৪. তুমি, আপনি (স্ত্রী) You আনতি
৫. তোমরা ২ জন (পুং ও স্ত্রী) You আন্তুমা
৬. তোমরা সকল (পুং) You আন্তুম
৭. তোমরা সকল (স্ত্রী) You আন্তুন্না
৮. সে (পুং) He হুয়া
৯. সে (স্ত্রী) She হিয়া
১০. ইহা, এই It, This হাজা
১১. তাহারা ২ জন They হুমা
১২. তাহারা সকল (পুং বহুবচন) They হুম
১৩. তাহারা সকল (স্ত্রী বহুবচন) They হুন্না
১৪. কি? What? হাল
১৫. কি? What? মা
১৬. কি? What? মাজা
১৭. কি? (কথ্য ভাষা) What? ঈশ
১৮. কোথায়? Where? আইনা
১৯. কখন? When? মাতা
২০. কত? How Much? কাম
২১. কেমন? How? কাইফা
২২. কে? Who? মান
২৩. কেন? Why? লিমা/লিমাযা
২৪. That যালিকা
২৫. সাথে With মাআ
২৬. যাও Go ইযহাব
২৭. ভালো, উত্তম Good খাইর/তাইয়্যিব
২৮. ধন্যবাদ Thank শুকরান
২৯. খারাপ (কথ্য ভাষা) Bad মুশতাইয়্যিব
৩০. মাফ করবেন Forgive, Pardon, Excuse আফওয়ান
৩১. হ্যাঁ Yes নাআমা
৩২. না No লাইছা/লা
৩৩. চিঠি Letter খেতাব
৩৪. ফোন Phone ফোন
৩৫. যোগাযোগ Communication এতেছেলাত

আরবিতে অন্যান্য শব্দাবলি

ক্রম বাংলা ইংরেজি বাংলায় আরবি উচ্চারন
১. দেশ Country দাওলাহ্‌
২. শহর Town/City বালাদ্‌
৩. রাস্তা Road ত্বারিক
৪. বাজার Market সুক্ক
৫. দোকান Shop মাহাল
৬. কর্মস্থল Place of Work মাজালুল আমাল
৭. অফিস Office মাকতাব
৮. স্বাগতম Welcome আহলান ওয়া সাহলান
৯. মারহাবা Marhaba মারহাবা
১০. কাপড় ধোয়ার মেশিন Washing Machine আল মাগছালাহ/মিগছালাহ গাচ্ছালা
১১. ধোব I wash আগছিলু
১২. কাপড়-চোপড় Cloths আল্‌মালাবিছ
১৩. ধোও Wash গাছিছল
১৪. তোমাকে শিখাব To teach you উ’আলিমুকা
১৫. পেটগুলো Plates আতবাক
১৬. পেট ধোয়ার মেশিন Dis Washer মিগছালাতুল আতবাক
১৭. আমরা তৈরী করব We will make মাছ্‌নাউ
১৮. ভ্যাকুয়াম ক্লিনার Vacuum Cleaner মুনায্‌যিফতি খাওয়াইয়াহ্‌/মাকিনা
১৯. চুলা Oven উুরন
২০. রুম Room আল গুরফাহ
২১. ইস্ত্রি Electric Iron আল মিকওয়াহ
২২. প্রশিক্ষণ Training আত তাদরিব
২৩. কিছু পরিমাণ Something বা’দা
২৪. কাল Tomorrow গাদান
২৫. গৃহকর্ত্রী/গৃহিনী Land lady রব্বাতুল বাইত
২৬. সন্তান Children বুনাই
২৭. আসবাবপত্র Furniture আল-আছাছ

আরবি প্রয়োজনীয় শব্দাবলি


কাতার প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা


সহজে আরবি ভাষা শিখার টিপস

ক্রম বাংলা ইংরেজি বাংলায় আরবি উচ্চারন
১. এখানে Here হুনা
২. দয়া করে Please মিন ফাদলিক
৩. মাফ করবেন Excuse me আফওয়ান
৪. এক মুহূর্তে One moment লাহযাহ
৫. ঘুম হতে ওঠে Gets up ইয়াছতাইকিযু
৬. সংবাদপত্র Newspaper জারিদাহ
৭. সে গোসল করে He takes bath ইয়াগতাছিলু
৮. তুমি গোসল কর You take bath তাগতাছিলু
৯. পোশাক Dress মালাবিছ
১০. কাজের মেয়ে Period of work মুদ্দাতুল আমল
১১. প্রত্যহ Daily ইয়াওমিয়্যান
১২. কেনাকাটা করা Marketing আততাছওয়িক
১৩. তৈরী করেছি I have prepared জাহ্‌হাযতু
১৪. মেহমান Guest আদ্দুযুফ
১৫. ডাক্তার Doctor আত্‌ত্বাবীব
১৬. নারস/সেবিকা Nurse আল মুমাররিদাহ্‌
১৭. আপনার কি হয়েছে? What happened to you? মাবিকা?
১৮. আঘাত প্রাপ্ত হয়েছে? Injury উচিবতা
১৯. মাথায় On head ফি আররাছ
২০. হাঁটুতে On knee ফি আর রুকবাহ
২১. বুকে On chest ফি আছ-ছদর
২২. আঙুলে On fingers ফি আল ইছবা
২৩. পা Leg ফি আর রিজল
২৪. নাকে On nose ফি আল আনফ
২৫. সামান্ন/মামুলি Not seious বাছিত্ব
২৬. ইহা ছাড়া Beyond this গাইরু হাযিহি
২৭. ভয় করবেন না Don’t be afraid লা তাখাফ্‌
২৮. ডাক্তার কোথায়? Where is the doctor? আইনা আত তাবিব?
২৯. ব্যাপারটি The matter আল-আমারু
৩০. আছে (Doctor) is in মাওজুদ
৩১. ধৈর্য ধরুন Keep patience ইছবির
৩২. এখন Now আল-আন
৩৩. ব্যথা Pain আলাম
৩৪. কঠিন Serious শাদিদ
৩৫. পিঠে On back ফি জাহরি
৩৬. আমাকে সুস্থ করুন Care me আশফিনি
৩৭. হে প্রভু Oh lord ইয়া রব
৩৮. তোমাকে আল্লাহ সুস্থ করুন May Allah care you শাফাকাল্লাহ
৩৯. হাত Hand আল-ইয়াদ
৪০. কান Ear আল-উযন
৪১. চোখ Eye আল-আইন
৪২. চামড়া Skin আল-জিলদ
৪৩. কনুই Elbow আল-মিরফাক্ব
৪৪. হৃদয় Heart আল-ক্বালব
৪৫. কলিজা Liver আল-কাবিদ
৪৬. হাতের তালু Toe আল-কাফ্‌
৪৭. পেট Belly আলবাত্বন
৪৮. কপাল Forehead আলজাবিন
৪৯. ঠোঁট Lip আশ্‌শাফাহ
৫০. পিঠ Back আয-যাহর
৫১. উরু/রান Thigh আল-ফাখিয
৫২. দুই কান Two ears আল-উযুনাইন
৫৩. দুই পা Two legs আল-রিজলাইন
৫৪. দুই চোখ Two eyes আল-আইনাইন
৫৫. দুই হাত Two hands আল-ইয়াদাইন
৫৬. দুই হাঁটু Two knees আল-রুকবাতাইন
৫৭. ক্লিনিক/চিকিৎসালয় Clinic মুসতাউছাফ
৫৮. পরিক্ষা-নিরীক্ষা Lab test ফাহ্‌ছ
৫৯. ডাক্তারি পরীক্ষা Medical test তিব্বি
৬০. বসত অনুমতি Residence Permit আল ইকামাহ্‌
৬১. পাসপোর্ট Passport জাওযায সফর
৬২. পত্র Letter খিতাব
৬৩. নিয়োগকর্তা Sponsor আল কাফিল
৬৪. রোগ পরীক্ষা Diagnosis কাশফ
৬৫. বুক Chest আস্‌ সদর
৬৬. বিশেষায়িত পরীক্ষা Test Analysis) তাহলিল
৬৭. রক্ত Blood আদ্‌ দম
৬৮. নার্স Nurse আল-মুমাররিদাহ
৬৯. দয়া করে Kindly মিন ফাদলিক
৭০. আমাকে দাও Give me আ’তিনী
৭১. ডাক্তারের উপদেশ Prescription ওয়ারাকাহ
৭২. দয়া করে Kindly/please মিন ফাদলিক
৭৩. চেয়ার Chair কুরছি
৭৪. টেকনিশয়ান Technician ফান্নি
৭৫. ল্যাবরেটরি Laboratory মুখতাবার
৭৬. শরীর বিদ্যা বিষয়ক Medical ত্বিববি
৭৭. বিশেষজ্ঞ Specialist আখিছ্‌ছায়ি
৭৮. প্রস্রাব Urine আল-বাউল
৭৯. চামচ Spoon মিল’আকাহ
৮০. ছুরি knife ছিক্কিন
৮১. রুটি Bread খুবজুন
৮২. ডিম ভাজি Fried egg বায়দুন মাছুলুক

সহজে আরবি ভাষা শেখার উপায়

৮৩. সিদ্ধ ডিম Boiled egg বায়দুন মুকলিউন
৮৪. পনির Cheese জুবন
৮৫. দুধ Milk হালিব
৮৬. মাখন Butter জুবদাহ্‌
৮৭. তেল Oil যায়তুন
৮৮. জলপাই Olives জায়তুন
৮৯. মুরগির বাচ্চা Chicken দুজাজ
৯০. ভাত/চাউল Rice রুয
৯১. ভাতের সাথে মুরগি Chicken with rice দুজাজ মাআর রুয
৯২. মাংসের সাথে ভাত Rice with meat রুয মা’আ আল লাহম
৯৩. টমেটোর সালাদ Tomato salad ছালাতাহ বানদুরাহ
৯৪. সবজির সালাদ Vegetable salad ছালাতাহ খুদার
৯৫. সবজির স্যুপ Vegetable soup শুরবাহ খুদার
৯৬. চিকেন স্যুপ Chicken soup শুরবাহ খুদার
৯৭. গ্রিল চিকেন Grilled chicken ফাররুজ মাশওয়ী
৯৮. ফ্রাইড চিকেন Fried Chicken ফাররুজ মাকলী
৯৯. মাংশ/গোস্ত Meat লাহাম
১০০. খাবার Food আকল/আত্‌ত’য়াম
১০১. আম Mango মানজা
১০২. কমলা Orange বুরতুকাল
১০৩. পিঁয়াজ Onion বাছাল
১০৪. গোল আলু Potato বাতাতা
১০৫. ডিম Egg বায়দুন
১০৬. তরমুজ Melon বিত্তিখ
১০৭. খেজুর Date তামার
১০৮. আপেল Apple তুফ্‌ফাহ
১০৯. বাদাম Nut জাউফ
১১০. চিনি Sugar ছুক্কার
১১১. মাছ Fish ছামাক
১১২. মাখন Margerin ছামন
১১৩. চা Tea শায়/শাহী
১১৪. মসুরি ডাল Lentil আদাছ
১১৫. মধু Honey ‘আছাল
১১৬. রাতের খাবার Dinner ‘আশা
১১৭. দুপুরের খাবার Lunch গাদা
১১৮. লেবু Lemon লিমুন
১১৯. পানি Water মা
১২০. কলা Banana মাউয
১২১. পানীয় Drink শারাব
১২২. পিপাসা Thirsty আতাছ
১২৩. কফি Coffee কাহওয়া
১২৪. জুস Juice আছির
১২৫. আপেল জুস Apple juice আছির তুফফাহ
১২৬. কোমল পানীয় Soft drink মুরাত্তাবাত
১২৭. মিনারেল ওয়াটার Mineral water মিয়া মা’দিনিয়্যাহ
১২৮. স্যুট Suit বাজলাহ
১২৯. ট্রাউজার Trousers বানতালুন
১৩০. পায়জামা Pajama বায়যামা
১৩১. স্কার্ট Skirt তান্‌নুরাহ
১৩২. জ্যাকেট Jacket জাকিত
১৩৩. মোজা Sock জাওরাব
১৩৪. বোতাম Button যুর
১৩৫. বেল্ট Belt যুন্নার
১৩৬. বিছানার চাদর Bed sheet শারশাফ
১৩৭. শাহী টুপি Hat কুব্ব’আহ
১৩৮. গ্লাভস Gloves কুফ্‌ফায
১৩৯. কাপড় Cloth, fabric কুমাশ
১৪০. শার্ট Shirt ক্বামিছ
১৪১. কোট Coat মু’আত্তাফ
১৪২. তোয়ালে Towel মিন্‌শাফা্‌হ্‌
১৪৩. হাত রুমাল Handkerchief মিনদিল
১৪৪. দরজা Door বাব
১৪৫. ফার্নিচার Furniture আছাছ
১৪৬. রেফ্রিজারেটর Refrigerator বাররাদ/ছাল্লাজাহ
১৪৭. টেলিভিশন Television তালফিযিয়ুন
১৪৮. গোসলখানা Bathroom হাম্মাম
১৪৯. রেডিও Radio রাদিয়ু/মিযইয়া
১৫০. কার্পেট Carpets ছাজ্জাদ
১৫১. বিছানা Bed ছাবির
১৫২. জানালা Window শুব্বাক
১৫৩. সাবান Soap ছাবুন
১৫৪. প্লেত/থালা Plate ছাহন
১৫৫. টেবিল Table তাওয়েলাহ
১৫৬. পাতিল Pot তানজারাহ
১৫৭. মেট্ট্রেস Mattress ফিরাশ
১৫৮. কক্ষ Room গুরফাহ
১৫৯. ডাইনিংরুম/খাবার ঘর Dining room গুরফাতু তয়াম

সহজে আরবি ভাষা শেখার নিয়ম

১৬০. শয়ন কক্ষ Bed room গুরফাতু নাউম
১৬১. কাপ Cup ফিনজান
১৬২. হল Hall কা’আহ
১৬৩. চেয়ার Chair কুরছি
১৬৪. কম্বল Quilt লিহাফ
১৬৫. আয়না Mirror মিরয়াহ
১৬৬. চিরুনি Comb মুশত
১৬৭. রান্নাঘর Kichen মাতবাখ
১৬৮. বালিশ Pillow ওছাদাহ
১৬৯. এসি Air Conditioner মোকায়েব

আরবিতে সপ্তাহের ৭ দিনের নাম

ক্রম বাংলা ইংরেজি বাংলায় আরবি উচ্চারন
১. রবিবার Sunday ইয়াওমুল আহাদ
২. সোমবার Monday ইয়াওমুল ইছনাইন
৩. মঙ্গলবার Tuesday ইয়াওমুল ছুলাছা
৪. বুধবার Wednesday ইয়াওমুল আরবেয়া
৫. বৃহস্পতিবার Thursday ইয়াওমুল খামিস
৬. শুক্রবার Friday ইয়াওমুল জুম্‌আ
৭. শনিবার Saturday ইয়াওমুল সাব্‌ত

আরবিতে ফলের নাম

ক্রম বাংলা ইংরেজি বাংলায় আরবি উচ্চারন
১. ফল Fruit ফকহি
২. আনারস Pineapple আনানাছ
৩. আম Mango মানজা/আনাজ
৪. তরমুজ Melon বিত্বিখ
৫. কমলা Orange বুরতুকাল
৬. খেজুর Date তামার
৭. আপেল Apple তুফফাহ
৮. আঙুর Grape ইনাব
৯. কিসমিস Currat ঐযিব
১০. কলা Banana মাউষ
১১. পেঁপে Paipa পাপায়া
১২. গাজর Carrot জাজার
১৩. লিচু Lichi লিচি
১৪. লেবু Lemon লেমন
১৫. নারিকেল Coconat নারজেল
১৬. কাঁঠাল Jackfruit কাস্তাল
১৭. শশা Cucumber খেয়ার
১৮. টমেটো Tomato বেনাডুরা

আরবিতে ইংরেজি ১২ মাসের নাম

ক্রম বাংলা ইংরেজি বাংলায় আরবি উচ্চারন
১. জানুয়ারি January ইয়ানায়েব
২. ফেব্রুয়ারি February ফেবরায়ের
৩. মার্চ March মারেছ
৪. এপ্রিল April আবরিল
৫. মে May ম্যায়ু
৬. জুন June ইউনিও
৭. জুলাই July ইউলিও
৮. আগস্ট August আগসতাস
৯. সেপ্টেম্বর September ছেবতাম্বর
১০. অক্টোবর October অকতুবর
১১. নভেম্বর November নওফেম্বর
১২. ডিসেম্বর December দীসাম্বর

আরবি ক্যালেন্ডারের ১২ মাসের নাম

ক্রম ইংরেজি বাংলায় আরবি উচ্চারন
১. Moharram মহরম
২. Safar সফল
৩. Robiul Awal রবিউল আউয়াল
৪. Rabius Sani রবিউস সানি
৫. Jamadiul Awal জমাদিউল আউয়াল
৬. Jamadius Sani জমাদিউস সানি
৭. Rajab রজব
৮. Shaban শাবান
৯. Ramjan রমজান
১০. Shawal শওয়াল
১১. Jelkad জিলক্বদ
১২. Jilhaj জিলহজ্জ

আরবি গণনা / সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত

(১) অহেদ
(২) ইতনেন
(৩) তালাতা
(৪) আরবা
(৫) খামছা
(৬) ছিত্তা
(৭) ছাবা
(৮) তামানিয়া
(৯) তিছা
(১০) আশরা

(১১) ইদাস
(১২) ইতনাস
(১৩) তালা তাস
(১৪) আরবা তাস
(১৫) খামছা তাস
(১৬) ছিত্তাস
(১৭) ছাবা তাস
(১৮) তামানিয়া তাস
(১৯) তিছা তাস
(২০) আশরিন

ওমান প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা

(২১) অহেদ অশরিন
(২২) ইতনেন অশরিন
(২৩) তালাতা অশরিন
(২৪) আরবা অশরিন
(২৫) খামছা অশরিন
(২৬) ছিত্তা অশরিন
(২৭) ছাবা অশরিন
(২৮) তামানিয়া অশরিন
(২৯) তিছা অশরিন

(৩০) তালাতিন
(৩১)অহেদ তালাতিন
(৩২) ইতনেন তালাতিন
(৩৩) তালাতা তালাতিন
(৩৪) আরবা তালাতিন
(৩৫) খামছা তালাতিন
(৩৬) ছিত্তা তালাতিন
(৩৭) ছাবা তালাতিন
(৩৮) তামানিয়া তালাতিন
(৩৯) তিছা তালাতিন
(৪০) আরবাইন


বাহরাইন প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা

(৪১)অহেদ আরবাইন
(৪২) ইতনেন আরবাইন
(৪৩) তালাতা আরবাইন
(৪৪) আরবা আরবাইন
(৪৫) খামছা আরবাইন
(৪৬) ছিত্তা আরবাইন
(৪৭) ছাবা আরবাইন
(৪৮) তামানিয়া আরবাইন
(৪৯) তিছা আরবাইন
(৫০) গামছিন

(৫১) অহেদ খামছিন
(৫২) ইতনেন খামছিন
(৫৩) তালাতা খামছিন
(৫৪) আরবা খামছিন
(৫৫) খামছা খামছিন
(৫৬) ছিত্তা খামছিন
(৫৭) ছাবা খামছিন
(৫৮) তামানিয়া খামছিন
(৫৯) তিছা খামছিন
(৬০) ছিত্তিন

(৬১) অহেদ ছিত্তিন
(৬২) ইতনেন ছিত্তিন
(৬৩) তালাতা ছিত্তিন
(৬৪) আরবা ছিত্তিন
(৬৫) খামছা ছিত্তিন
(৬৬) ছিত্তা ছিত্তিন
(৬৭) ছাবা ছিত্তিন
(৬৮) তামানিয়া ছিত্তিন
(৬৯) তিছা ছিত্তিন
(৭০) ছা’বাইন

(৭১) অহেদ ছা’বাইন
(৭২) ইতনেন ছা’বাইন
(৭৩) তালাতা ছা’বাইন
(৭৪) আরবা ছা’বাইন
(৭৫) খামছা ছা’বাইন
(৭৬) ছিত্তা ছা’বাইন
(৭৮) তামানিয়া ছা’বাইন
(৭৯) তিছা ছা’বাইন

(৮০) তামানিন

(৮১) অহেদ তামানিন
(৮২) ইতনেন তামানিন
(৮৩) তালাতা তামানিন
(৮৪) আরবা তামানিন
(৮৫) খামছা তামানিন
(৮৬) ছিত্তা তামানিন
(৮৭) ছাবা তামানিন
(৮৮) তামানিয়া তামানিন
(৮৯) তিছা তামানিন
(৯০) তিছাইন

(৯১) অহেদ তিছাইন
(৯২) ইতনেন তিছাইন
(৯৩) তালাতা তিছাইন
(৯৪) আরবা তিছাইন
(৯৫) খামছা তিছাইন
(৯৬)ছিত্তা তিছাইন
(৯৭) ছাবা তিছাইন
(৯৮) তামানিয়া তিছাইন
(৯৯) তিছা তিছাইন
(১০০) মিয়া


আরবিতে খাবারের নাম

ক্রম বাংলা ইংরেজি বাংলায় আরবী উচ্চারন
১. ভাত, চাউল Rice রুজ
২. রুটি Braad খুব্‌জ
৩. আটা Flour দাক্কিক, হাব্বা
৪. ময়দা Fine Flour দাক্কিক, ফিনু
৫. দুধ Milk হালিব
৬. ডিম Egg বাইদাহ
৭. গোস্ত, মাংস Meat লাহাম
৮. গরুর মাংস Beef লাহামুল বাক্কার
৯. খাসির মাংস Mutton লাহামুল গানাম
১০. ডাল Pulses আদাস
১১. খানা Food তাআম
১২. চিনি Sugar সুক্কার
১৩. মাছ Fish সামাক
১৪. সকাল বেলার নাস্তা Break Fast ফুতুর
১৫. দ্বিপ্রহরের আহার Lunch গাদা
১৬. রাতের আহার Dinner আশা
১৭. চা Tea শাই
১৮. পানি Water মা/মই/মিয়া/মুয়া
১৯. পিঁয়াজ Onion বাছাল
২০. রসুন Garlic ছাওম
২১. আদা Ginger জানজাবিল
২২. লবন Salt মিল্হ
২৩. তেল Oil জাইত
২৪. হলুদ Turmeric কুরকুযম
২৫. জিরা Cumin Seed কামুন
২৬. হালকা খাবার Snacks ওয়াজবাত খাফিফা

সহজে আরবি ভাষা শেখার নিয়ম


আরবি শেখা – কোথা থেকে শুরু করবো?    

এটি আপনার নিজের ওপরে নির্ভর করে। আপনি আপনার আরবি ভাষার জ্ঞান দিয়ে কি করতে চান? একজন বক্সার তার লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে। একজন দৌড়বিদ দৌড় প্রতিযোগীতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে থাকে। একজন দৌড়বিদ যদি একজন বক্সারের মতো প্রস্তুতি গ্রহণ করে, তাহলে সে দৌড় প্রতিযোগীতায় জয়ী হওয়ার লক্ষ্যে পৌছাতে পারবেনা। একইভাবে, একজন বক্সার যদি একজন দৌড়বিদের মতো প্রস্তুতি গ্রহণ করে তাহলে সে তার লড়াইয়ে জেতার মতো শক্তিবল পাবেনা। সুতরাং, এই দৃষ্টিকোণ থেকে নিজেকে প্রশ্ন করুন, “আমি আরবি শিখে কি করতে চাই?”। যদি আপনি শুধুমাত্র পত্রিকা পড়তে চান, তাহলে এই এখানে উল্লিখিত বিষয়গুলো আপনার জন্য খুব বেশি সহায়ক হবেনা। একই কথা বলা যেতে পারে তাদের সম্পর্কে যারা আরবিভাষী কোনো দেশে ডাক্তার বা রসায়নবিদ হতে চান। যদি আপনার আরবি শেখার উদ্দেশ্য হয় আপনার সৃষ্টিকর্তা ও নবী (সাঃ) এর বাণী বোঝার উদ্দেশ্যে, এবং আলেমদের থেকে যে জ্ঞান এসেছে তা বোঝার উদ্দেশ্যে, তাহলে এই উপদেশগুলো ইন শা আল্লাহ আপনার কিছুটা কাজে আসবে।

আরবি ভাষা শিক্ষা দুবাই সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান

চিন্তা-ভাবনা করার মতো কিছু বিষয় উল্লেখ করা হলো:

১। আপনাকে আরবি দিয়েই আরবি বুঝতে হবে।

২। নিজে একজন ভাষা অনুবাদকারী হওয়া এর উদ্দেশ্য নয়।

৩। এমন কোনো “একটি বই” নেই যা আপনাকে আরবির সব বিষয় শেখাবে।

৪। বিগত ১৪০০ বছর ধরে আফ্রিকা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অনারবরা আরবি ভাষা শিখে আসছে। সুতরাং এটি ধারণা করা ভুল যে, আমরা শিখতে পারবোনা যেমনিভাবে তারা পূর্বে শিখে এসেছে।

৫। আরবি শেখার প্রচলিত পদ্ধতিগুলো পরীক্ষিত এবং সত্য। সুতরাং, নতুন কোনো পদ্ধতিতে ভাষাটি শেখার কোনো প্রয়োজন নেই।

probasi arbi sikkha ১৫ দিনে আরবি ভাষা শিখুন Arbi shikkha আরবি ভাষা প্রবাসী আরবি

৬। আপনি কেবলমাত্র একটি দিক শিখেই আরবি শিখতে পারবেননা। এর মাধ্যমে আমি যা বোঝাতে চাইছি তা হলো, শুধুমাত্র ব্যকরণ শিখলেই আপনি আরবি শিখতে পারবেননা। আর যদি আপনি শুধু শব্দভান্ডার শিখতে থাকেন, তাহলেও আপনি প্রকৃতপক্ষে আরবি শিখতে পারবেননা। আপনাকে পুরোটাই গ্রহণ করতে হবে।

কোথা থেকে শুরু করতে হবে?

বাস্তবতা হলো, পশ্চিমা বিশ্বে একজন ভালো শিক্ষক, দৃঢ় সংকল্প, সময়, আরব এবং আরবিভাষী ভাই-বোনদের সংস্পর্শ ছাড়া আরবি শেখা বড়ই মুশকিল। আমার ব্যক্তিগত অভিমত হলো, যে কারো উচিত “বিনআ আল-আফ’আল” বইটির “সরফ” এর প্রাথমিক অনুশীলনীগুলো থেকে শুরু করা। প্রাথমিক পর্যায়ে সরফ শেখা অনারবদের জন্য সবচেয়ে উত্তম। প্রকৃতপক্ষে এই পদ্ধতিতেই  তুরস্ক, ভারত, পাকিস্তানসহ অনারব মুসলিম বিশ্বে আরবি শেখানো হয়ে থাকে। মৌলিক সরফ শেখা, একজন ব্যক্তিকে অভিধানের যথার্থ প্রয়োগ করতে সহায়তা করবে, যাকে সে এই সময়গুলোতে নিত্য সঙ্গী হিসেবে পাবে। (বিঃদ্রঃ আরবি থেকে ইংরেজির সন্দেহাতীতভাবে সর্বোত্তম অভিধান হলো হ্যানস-ওয়ার।) একজন শিক্ষার্থীর উচিত ক্রিয়ার মৌলিক গঠন শেখা এবং অভিধানের প্রয়োগে মৌলিক দক্ষতা অর্জন করা। এরপর সে আরো অনেককিছু শিখতে প্রস্তুত হবে এবং খুব সহজেই শব্দগুলো খুজে বের করতে পারবে।

এরপর শিক্ষার্থীদের উচিত মৌলিক ব্যকরণ শেখা। এক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য “আল-আজরুমিয়াহ” বইটি প্রযোজ্য। এই ছোট বইটিতে ব্যকরণের মৌলিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যা কিনা আরবি শেখার ক্ষেত্রে অপরিহার্য। কিছু কিছু ভাইয়েরা “আল-আজরুমিয়াহ” বইটি থেকে এমন কিছু বিষয় আয়ত্ত করেছেন যা অনেকক্ষেত্রে আরবির ৩য় বর্ষের কলেজ পড়ুয়া ভাইয়েরাও আয়ত্ত করতে পারননি। যে কারো উচিত একজন ভালো শিক্ষকের সান্নিধ্যে বইটি শেখা যিনি তাকে ব্যকরণের বিস্তারিত বিষয়াদিতে না গিয়ে বইটির মৌলিক বিষয়গুলো শিক্ষা দিবেন। আমরা আগেই উল্লেখ করেছি যে শুধুমাত্র ব্যকরণ শেখাই যথেষ্ট নয়, বরং আপনাকে জানতে হবে কিভাবে শব্দ বাছাই করতে হবে যাতে করে আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। এই বিষয়টি অনেক সময়সাপেক্ষ, কোনো কোনো ক্ষেত্রে বছরের পর বছর লেগে যেতে পারে। এক্ষেত্রে কিছু বাস্তবিক উপদেশ উল্লেখ করা হলোঃ

১। আপনাকে যথাসম্ভব পড়তে হবে। আরবির অন্যান্য বিষয়ে ছোট ছোট বই পড়তে শুরু করুন। একটি নোটপ্যাডে নতুন নতুন শব্দগুলো লিখে রাখুন। যখনই আপনি অভিধানে কোনো শব্দ খুজেন, তখন পেন্সিল দিয়ে তার নিচে দাগ দিয়ে রাখুন। আপনি যদি পরবর্তীতে শব্দটি আবার খুঁজেন এবং তার নিচে পেন্সিলের দাগ দেওয়া দেখতে পান, তাহলে আপনাকে অবশ্যই সেই শব্দটি মুখস্ত করতে হবে। কারণ সম্ভাবনা আছে যে, আপনি আবারো সেই শব্দটি দেখবেন। শব্দগুলোর ইংরেজি অর্থগুলো যে বইটি আপনি পড়ছেন সেখানে লিখে রাখবেন না। কারণ এভাবে আপনি শুধু ইংরেজি অর্থগুলোই পড়বেন প্রকৃত আরবি শব্দগুলো বাদ দিয়ে।

২। আপনাকে শুনে শুনে শিখতে হবে। এভাবে আপনি জানতে পারবেন যে কিভাবে আরবি বলা হয়ে থাকে এবং নানা চিন্তা-ধারণা ব্যক্ত করা হয়ে থাকে। সবচেয়ে ভালো হয় যদি আপনি শুনে শুনে এমনভাবে কাজ করেন যেন আপনি যা শুনছেন তার সবকিছুই বুঝতে পারছেন। যদি আপনি কোনো বক্তা খুজে না পান, তাহলে কিছু আলেম ও শিক্ষার্থীদের ক্যাসেট কিনতে পারেন। কিছু সুস্পষ্ট বক্তা হলেন, শায়খ মুহাম্মাদ আল উসাইমিন, শায়খ আল আলবানি, শায়খ মুহাম্মাদ আল মুখতার আশ শিনকিতি এবং শায়খ সালিহ আল আশ শায়খ। যাদের বক্তব্য খুব সুস্পষ্ট নয় তাদেরও বক্তব্য শোনা উচিত। এর মাধ্যমে শ্রবণ দক্ষতায় পাণ্ডিত্য অর্জিত হবে। এরকম কিছু বক্তা হলেন, শায়খ আব্দুল আযিয ইবনে বায, শায়খ জিবরিন ও শায়খ ওয়াইজ আল কারনি।

৩। কুরআন শুনুন এবং বোঝার চেষ্টা করুন।

৪। আরবি দিয়েই আরবি ভাষা বোঝার চেষ্টা করুন। তাদের মতো হবেননা যারা সবকিছু নিজের মাতৃভাষায় অনুবাদ করতে চায়। এটি কিছুটা সময় নিবে, কিন্তু আরবি ভাষা যেমন সেটিকে তেমনিভাবে বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

৫। সেসব আরবদের সাথে যত বেশি সম্ভব কথা বলুন যারা আপনার ভুল শুধরিয়ে দিবে এবং শিখতে সহায়তা করবে।

৬। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় পড়তে থাকা। আপনি যদি না পড়েন তাহলে কখনোই ভাষার ওপর পাণ্ডিত্য অর্জন করতে পারবেননা। আপনাকে অনিচ্ছা থাকা সত্ত্বেও পড়তে হবে। পড়া আপনাকে দ্বীনের বিভিন্ন শাস্ত্রের আভাস দিবে এবং আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করবে।

৭। প্রাথমিকভাবে আপনার মূল লক্ষ্য রাখুন বোঝার দিকে। আমাদের অনেকেই নিজের ধারণার চেয়ে বেশি শব্দ জানি যা আরবদের সাথে আলাপচারিতা ক্ষেত্রে ব্যবহারের চিন্তাও করিনা। ইংরেজির ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারেন।

৮। আরবি শেখার ক্ষেত্রে নিজেকে নিম্নোক্ত উপায়ে যাচাই করুনঃ

১ম স্তরঃ প্রথম তিন মাসে “কিসাস আন-নাবিইন” পড়া এবং বোঝা।

২য় স্তরঃ ২য় তিন মাসে শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) এর “আল-আকিদা আস-সাহিহা ওয়া মা ইয়ুদাদ্দুহা” পড়া ও বোঝা।

৩য় স্তরঃ পরের তিন মাসে “তাফসির ইবনে কাসির” পড়া ও বোঝা।

৪র্থ স্তরঃ ৪র্থ তিন মাসে ‘ফাতহ আল-মাজিদ, শারহ কিতাব আত-তাওহিদ” পড়া ও বোঝা।

৫ম স্তরঃ ৫ম তিন মাসে ইমাম ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) এর “আল ফাওয়াইদ” পড়া ও বোঝা।

৬ষ্ঠ স্তরঃ ৬ষ্ঠ তিন মাসে শায়খ বাকর আবু যাইদ এর “হিলইয়াহ তালিবিল-ইলম” পড়া ও বোঝা। অনেকে উল্লিখিত বইয়ের তালিকার ব্যাপারে দ্বীমত পোষণ করতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন মানুষ ১৮ মাসে এই কিতাবগুলো (কিছু শব্দগুচ্ছ বাদে) বুঝতে পারবে। ইংরেজি বই এবং লেকচার থেকে দূরে থাকুন। এগুলো থেকে বিরত থাকলে আপনার শেখার মনোযোগ বাড়বে।

উচ্চশিক্ষা

আরবিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য একজন ব্যক্তিকে নিম্নোক্ত পথে হাঁটতে হবেঃ

১। ব্যাকরণঃ “আত-তুহফাহ আস-সানিয়াহ বি শারহিল-মুকাদদিমাতি আল-আজরুমিয়াহ” বইটি দিয়ে শুরু করুন। এটি সম্ভবত আজরুমিয়াহ এর ব্যাখ্যায় শ্রেষ্ঠ বই। এরপরে ইবনে হিশাম এর “শারহ কাতর আন-নাদা” বইটি পড়ুন। এরপরে কেউ ইচ্ছা করলে আলফিয়াহ ইবনে মালিক পড়তে পারে। “জামি দুরুস আল-আরাবিয়াহ” আরেকটি ভালো বই।

২। সরফঃ “বিনা আল-আফআল” বইটি দিয়ে শুরু করুন। এরপরে “আল-মাকসুদ” পড়ুন। আরো উচ্চতর জ্ঞান হাসিলের জন্য ইবনে মালিকের সারফের উপর লিখিত কবিতা, “লামিয়াহ আল-আফ’আল” শিখুন।

৩। বালাগাহঃ “আল-বালাগাহ আল-ওয়াদহিহাহ” বইটি দিয়ে শুরু করুন। এরপরে কেউ চাইলে সুয়ুতি কর্তৃক লিখিত “উকুদ আয-যিমাম” বইটি পড়তে পারেন।

আল্লাহর কিতাব ও রাসুলের (সাঃ) এর সুন্নাহের পরে ভাষার (আরবি) মজবুতি অর্জনের জন্য সবচেয়ে ভালো বই হলো ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) ও ইবনে রাজাব আল-হাম্বালি (রাহিমাহুল্লাহ) এর বইসমূহ। আরবি শেখার জন্য যেকোনো একটি বইয়ের ওপরে নির্ভর হয়ে থাকবেন না। মদিনা বুকস আমার মতে যথেষ্ট নয়। এই উপদেশগুলো গ্রহণ করে আল্লাহর কাছে তৌফিক কামনা করুন, অগ্রগতি দেখতে পাবেন ইন শা আল্লাহ।

আর আল্লাহই ভালো জানেন।

সবিশেষ, আপনারা যাতে আরবীতে খুব অল্প সময়ে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারেন সে জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা এ পোস্টের সাহায্যে নিত্য প্রয়োজনীয় সকল ভাষা খুব অল্প সময়েই শিখতে পারবেন।