পত্নীতলায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ – News Portal 24
ঢাকাTuesday , ১৯ এপ্রিল ২০২২

পত্নীতলায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ১৯, ২০২২ ৯:২৮ অপরাহ্ন
Link Copied!

মাহফুজ জামান শাহ্, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি শহীদুজ্জামান সরকার (এমপি)।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিলাস শাহ্ প্রমুখ।

এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকের প্রত্যোককে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

প্রতিটি কৃষক প্রাপ্ত বীজ ও সার প্রয়োগ করে ৫০ শতাংশ জমিতে আউশ উপজেলা রোপণ করতে পারবে।