‘লো ভ্যালু কন্টেন্ট’ সমস্যার সমাধান কী? – News Portal 24
ঢাকাWednesday , ২ ফেব্রুয়ারী ২০২২

‘লো ভ্যালু কন্টেন্ট’ সমস্যার সমাধান কী?

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২, ২০২২ ১১:৩৮ অপরাহ্ন
Link Copied!

গুগল এডসেন্স লো ভ্যালু কন্টেন্ট সমস্যার সমাধান ২০২২

বর্তমান সময়ে প্রায় বেশির ভাগ মানুষের, গুগল এডসেন্স এপ্লাই করার পর, লো ভ্যালু কন্টেন্ট সমস্যাটি দেখা দিচ্ছে, আজকের এই পোস্টে আমি আপনাদেরকে বলবো, কি কি কারণে আপনার ওয়েবসাইটে লো ভ্যালু কন্টেন্ট সমস্যাটি আসতে পারে, এবং কি করলে আপনারা খুব দ্রুত আপনাদের ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভাল পেতে পারেন, দয়াকরে আপনারা সকলেই এই সম্পূর্ণ পোস্টটি পড়বেন, তাহলে আসা করছি আপনারা এই লো ভ্যালু কন্টেন্ট সমস্যাটির সমাধান পেয়ে যাবেন।

লো ভ্যালু কন্টেন্ট কী? Low value content

ওয়েবসাইটের কন্টেন্ট গুগলের কাছে মূল্যহীন বা গুগলে কম সার্চ হয় এমন কন্টেন্টকে লো ভ্যালু কন্টেন্ট বলা হয়। গুগল চায় নতুনত্ত্ব বা সৃজনশীল। নতুন কোনো বিষয়ে সাইটে কন্টেন্ট পাবলিশ করুন যার নূন্যতম হলেও সার্চ ভ্যালু আছে।

নিচে এর কিছু কারণ উল্লেখ করা হলো-

১. একই টাইটেল ব্যবহার করা।

২. সঠিক ডেসক্রিপশন না লেখা।

৩. অনিয়মিত পোস্ট পাবলিশ করা।

৪. কিওয়ার্ড রিসার্চ না করে পোস্ট লেখা।

৫. নূন্যতম ৪০০ ওয়ার্ডের নিচে পোস্ট লেখা।

৬. সাইটে পর্যাপ্ত পরিমান কন্টেন্ট না থাকা।

৭. গুগল সার্চ কনসোলে ইনডেক্স না হওয়া।

৮. সার্চ কন্সোলে ইরর/ইস্যু থাকা।

৯. সাইটে তথ্যবহুল কন্টেন্ট না থাকা।

১০. কন্টেন্ট সম্পর্কিত থাম্বনেইল না থাকা।

১১. টাইটেলের সাংঘর্ষিক এলোমেলো লেখা।

How do I solve Google AdSense’s low value content issue? 

১২. সাইট ইউজার/মোবাইল ফ্রেন্ডলি না হওয়া।

১৩. রেসপন্সিভ থিম ব্যবহান না করা।

১৪. ডোমেইন নূনতম বয়স না হওয়া।

১৫. একই বিষয়ে বার বার কন্টেন্ট পাবলিশ করা।

১৬. সাইটে লোগো না থাকা।

১৭. কপি-পেস্ট কন্টেন্ট পাবলিশ করা।

১৮. ট্রান্সলেটর ব্যবহার করে কন্টেন্ট পাবলিশ করা।

১৯. নূন্যতম অর্গানিক ভিজিটর না থাকা।

২০. এলোমেলো বিষয়ে কন্টেন্ট লেখা।

এর বাইরে ও আরও কিছু কারণ থাকতে পারে। তবে আমার জ্ঞানের আলোকে মনে হয় যে, এসব সমাধান করতে পারলেই আশা করা যায় যে আপনার ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভ পাওয়া যাবে। ধন্যবাদ।