ফেসবুকে আইডি খোলাকে কেন্দ্র করে মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়ায় তরুণ হ ত্যা র ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম নাঈম (২১) পাহাড় বর্ষিজোড়া এলাকার ডেকেরেটার্স ব্যবসায়ী চেরাগ মিয়ার ছেলে। সে এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিদের সূত্রে জানা যায়, ফেসবুকে আইডি খোলা ও লেখালেখি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। আকস্মিক এমন ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী।
নাঈমের ছোট বোন বলেন, মঙ্গলবার রাতে পাশের বাড়ির নূরুল তাদের বাড়িতে এসে ফেসবুকে আইডি খোলা নিয়ে গালাগাল ও ধমক দিতে থাকে। আমার বাবাসহ সবাই তাদের পা ধরে মাফ চেয়েও রক্ষা হয়নি। এক পর্যায়ে নাঈমকে প্রচণ্ড মা র ধ র করতে থাকে। হামলায় সহযোগিতা করে পাশের বাড়ির আরও কয়েকজন। তাকে ছু রি কা ঘা তে মারাত্মকভাবে র ক্তা ক্ত করে। ক্ষতবিক্ষত নাঈমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন বলেন, এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার মূল অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।