ফুলবাড়ীতে ২শ’ পিস ইয়াবাসহ আটক ২ - News Portal 24
ঢাকাSunday , ১২ নভেম্বর ২০২৩

ফুলবাড়ীতে ২শ’ পিস ইয়াবাসহ আটক ২

ফু্লবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৩ ৯:২৭ অপরাহ্ন
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার শেষ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব সজীবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী-টু-নাগেশ্বরী যাওয়ার সড়কে ব্র্যাক মোড় এলাকায় পুলিশ একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে পুলিশের জালে ধরা খেলেন দুই যুবক। পরে মোটরসাইকেলটি তল্লাশী চালিয়ে ২শ’ পিস ইয়াবা জব্দ করে দুই মাদক ব্যবসায়ী যুবককে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন— উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের আব্দুল আলীমের ছেলে লিমন মিয়া (২৫) ও একই উপজেলার সদর ইউনিয়নের চান্দের বাজার মধ্যপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মতিউর রহমান (২৩)।

ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বরিবার সন্ধা সাড়ে ৬ টায় গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে দুই মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  সিলেটে বিদেশ যেতে চলছে ‘বিয়ের নাটক’