ফুলবাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার - News Portal 24
ঢাকাSunday , ১৯ নভেম্বর ২০২৩

ফুলবাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৩ ১০:১৩ অপরাহ্ন
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ১৯ নভেম্বর রবিবার রাত আটটার দিকে বাড়ীর পাশের বাগানে লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের নাম আবেদ আলী (৭০)।

তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী গ্ৰামের মৃত তমর উদ্দিন ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন আবেদ আলী। তারপর সারাদিন বাড়ী ফেরেননি তিনি। রাতে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় লিচু গাছে মরদেহ ঝুলতে দেখে কয়েকজন পথচারী চিৎকার করলে বাড়ীর লোকজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবেদ আলী নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। এজন্য ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন