ফুলবাড়ীতে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ২ - News Portal 24
ঢাকাWednesday , ১৫ নভেম্বর ২০২৩

ফুলবাড়ীতে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ২

ফু্লবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৩ ১:১৩ অপরাহ্ন
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ বাদী আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি মাদক কারবারি শহিদুল ইসলাম (৪৫)কে তার নিজ বাড়ি থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।

অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার কাশিপুর বাজার হতে কলেজ মোড় গামী রাস্তার পূর্ব পাশে ধান ক্ষেতের মধ্যে ধর্মপুর গ্রামের মাদক কারবারি আফছার আলী (৫০)-কে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।