প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ১ ডিসেম্বর - News Portal 24
ঢাকাWednesday , ৮ নভেম্বর ২০২৩

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ১ ডিসেম্বর

নিউজ পোর্টাল ২৪
নভেম্বর ৮, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ন
Link Copied!

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি পিছিয়ে ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে এই পরীক্ষাটি ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রথম পর্বে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের জন্য সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এই তিন বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন এবং তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৩ লাখ ৪০ হাজারের অধিক প্রার্থী।