চোটের কারণে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শেষ ম্যাচের অধিনায়কের দায়িত্ব বর্তায় ব্যাটার নাজমুল হাসান শান্তর ওপর। সাকিব অসুস্থ থাকায় ধারণা করা হয়েছিল টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। কিন্তু তিনি সিরিজ থেকে ছুটি চাওয়ায় নতুন অধিনায়কের খোঁজে নাম বিসিবি।
অবশেষে শনিবার (১৮ নভেম্বর) ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
এদিকে সদ্যই কন্যা সন্তানের বাবা হওয়া জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমাস দাস সন্তান ও স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সিরিজ থেকে দুই মাসের ছুটি চেয়েছিলেন। বিসিবি তার আবেদন মঞ্জুর করে এক মাসের ছুটি দিয়েছে।
বিস্তারিত আসছে…