গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জীবন বৃত্তান্ত (সিভি)আহ্বান করায় নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব তৈরির লক্ষে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারন সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব নন্দির গাঁও ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ আনন্দ মিছিল ও পথ সভা করেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী শামীম আহমদের নেতৃত্বে ও সভাপতিত্বে স্থানীয় সালুটিকর বাজারে নন্দিরগাঁও ইউনিয়ন কমপ্লেক্স হতে বাজার প্রদক্ষিণের মাধ্যমে আনন্দ মিছিলটি নন্দীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান তানভীর, উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক রিফাত হাসান সায়েম।
এতে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য কর্মী।