“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগান নিয়ে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (৪ নভেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস। সকাল ১০.০০ ঘটিকায় সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সকালে এক শোভা যাত্রা বের করা হয়।
শোভা যাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার মৃদুল কুমার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, আওয়ামীলীগ নেতা মোঃ শামছুর রহমান শাহীন,সমবায় কর্মী মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। সমবায়ী সংগঠনগুলো নিজেদের উন্নয়ন করলেই দেশে উন্নয়ন নিশ্চিত হবে। উপজেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সংগঠনের সমবায়ীদের সবায়ের কার্যক্রম গতিশীল করে এ দেশকে এগিয়ে নিতে হবে।