গলাচিপার চর বিশ্বাসে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ছয় শতাধিক মানুষ - News Portal 24
ঢাকাSaturday , ৪ নভেম্বর ২০২৩

গলাচিপার চর বিশ্বাসে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ছয় শতাধিক মানুষ

গলাচিপা প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৩ ৫:০১ অপরাহ্ন
Link Copied!

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১২ নং চর বিশ্বাস ইউনিয়নের দঃ চর বিশ্বাস এম আলী লতিফীয়া দাখিল মাদ্রাসা “নবজাগরন ইয়ুথ ফাউন্ডেশন”—এর উদ্দ্যোগে বিনামূল্যে ৪০০ জনকে রক্তের গ্রুপ নির্য়ণ ও ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (৩ নভেম্বর) বেলা ১০:০০ মিনিটে অত্র মাদ্রাসার হলরুমে হাফেজ মোহাম্মদ ইমরানের কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তোফাজ্জল হোসাইন বাবুল মুন্সি, চেয়ারম্যান ১২ নং চর বিশ্বাস ইউনিয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: আতাউর রহমান , মেডিকেল অফিসার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনাব নেছার উদ্দিন নাসির, মো কবির হোসেন, মো. সাইদুল ইসলাম সাকু, আবু সায়েম গাজী,ফারুক ব্যপারী, মাকসুদ খান, অসিম মন্ডল।

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মো. ইসমাইল হোসেন জাকু।

ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. আতাউর রহমান (এমবিবিএস ঢাকা, মেডিসিন ও স্বাস্থ্য)।

নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুনতাসীর মামুন বলেন, গলাচিপায় আমরা সর্ব প্রথম বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প এর আগেও করেছি, যার ধারাবাহিকতায় এবারও দঃ চর বিশ্বাস এম আলী লতিফিয়া দাখিল মাদ্রাসায় করছি। আমাদের এই ক্যাম্প পুরো উপজেলায় চলমান থাকবে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সকল মানুষের পাশে দাড়াতে চাই আমরা। আমাদের নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন যুবকদের উন্নয়নে সর্বদা কাজ করে থাকে। এর পাশাপাশি আমরা ব্লাড ডোনেশন, অসহাদের খাবার বিতরন, মাদক বিরোধী সেমিনার সহ নানা পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে আত্ম মানবতার সাথে নিজেদের এগিয়ে নেওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করি।

সাধারণ সম্পাদক সুমাইয়া খাঁন নিসা বলেন, আমাদের কাজগুলো সম্মিলিত কাজ, নিজেরা নিজেদের অর্থায়নে করে আসছি দীর্ঘদিন। ভবিষ্যতে ও করবো। গলাচিপা উপজেলার পাশাপাশি সারা দেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। আমরা দেশ ও মানবতার স্বার্থে সর্বদা কাজ করি। আমাদের কাজগুলো যখন সাধারণ মানুষের উপকারে আসে তখন সত্যিই নিজেদের গর্বিত মনেহয়। আমরা দেশ ও জনতার পক্ষে সর্বদা কাজ করবো।

আরও পড়ুনঃ  দৌলতপুরে নানা আয়োজনে পালিত হলো জাতীয় সমবায় দিবস

নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন চর বিশ্বাস ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, আমাদের চরাঞ্জলের মানুষজন উপজেলা কিংবা জেলা শহরে গিয়ে স্বাস্থ্য সেবা নিতে হিমশিম খায়। তাই আমরা নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার ক্যাম্পের আয়োজন করেছি। যাতে মানুষ ভোগান্তি সহ্য না করে অল্পতেই চিকিৎসা নিতে পারে।

সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অনিক বলেন, আমরা গলাচিপা উপজেলার মধ্যে একটি বিচ্ছিন্ন দীপাঞ্জলে বসবাস করি, এখানে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য আমাদের এই আয়োজন। আমরা গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করছি।

নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মো. হুজ্জাতুল ইসলাম বলেন, নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি যুব সংগঠন। আমাদের বেশ কয়েকটি শাখা কমিটি রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের যুবদের নিয়েই নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশনের কাজ। সামাজিক, মানবিক এবং দেশের স্বার্থে আমরা যুবদের নিয়ে সেবা মূলক কাজ করে যাচ্ছি। রক্তদান সেবা, স্বাস্থ্য সেবা ক্যাম্প, গরিব ও দুস্থদের সাহায্য, শীতবস্ত্র বিতরণ, মাদকমুক্ত যুব সমাজ গঠন, প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত লোকের পাশে থাকা, মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা আমাদের মূল লক্ষ্য। আমাদের আর্থিকভাবে কোন অনুদান নেই তবে প্রতিটি কমিটি তাদের নিজ নিজ উদ্যোগে অবিরত কাজ করে চলেছে।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অভিভাবকগণ, ছাত্র ছাত্রী ও সংগঠনের সহ সভাপতি হাওলাদার ফারজানা, সহ সাংগঠনিক সম্পাদক মো. রিফাত রহমান , প্রচার সম্পাদক আদনান সাকিব, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক সজীব মাহমুদ, জান্নাতুল ফেরদৌস, শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম সুবর্না, ইমরান মাহমুদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস এম সাইদুল ইসলাম, চিকিৎসা বিষয়ক সম্পাদক উদয় সরকার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রাব্বি খান,  চর বিশ্বাস ইউনিয়ন শাখার— ইসমাইল হোসেন জাকু,রুবেল আকন, মনির হোসেন, জলিল মাহমুদ, রহিম মাহমুদ, ফরহাদ হোসেন, লিমন,রিফাত, বিপ্লব, সাইফুল ইসলাম রবি, সোলাইমান, রাকিব, শাকিল, সায়েম, জালাল, সাইফুল ইসলাম, কাবিরুল, ওমর, রিয়ামনি,বৃষ্টি হাওলাদার, অপর্না, ফারিয়া, ইউসুফ সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ  প্রেমিককে স্বামী বানিয়ে পাসপোর্ট, স্বামীর মামলায় গ্রেপ্তারের পর জামিন