২০২৩-২৪ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কমসূচির আওতায় হাইব্রিড বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সকল ১১ ঘটিকায় ওসমানী নগর উপজেলা ভবনের সামনে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী সভায় ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ওসমানী নগর উপজেলা কৃষি কমকর্তা উন্মে তামিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভিপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিলুউর রহমান (পংকি), সাংবাদিক আতাউর রহমান কাওছার ও উপজেলা সহকারী কৃষি কমকর্তা বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।
দুই কেজি করে ৩১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে।