শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয় তিন উপজেলার ২২টি ইউনিয়নের ২২৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে প্রত্যেক পূজো মন্ডপে ৫ হাজার করে টাকা প্রদান করেন তিনি।
এউপলক্ষ্যে দৌলতপুর উপজেলার সম্প্রসারন হলরুমে এক শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, সহকারী কমিশনার ভূমি এস. এম ফয়েজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার ফৌজদার প্রমুখ।
পরে আনুষ্ঠানিক ভাবে তিন উপজেলার ২২৫টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার করে টাকা তুলেদেন এমপি দুর্জয়।
এসময় দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নের পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।