দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে যমুনায় অভিযান, ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস - News Portal 24
ঢাকাMonday , ১৬ অক্টোবর ২০২৩

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে যমুনায় অভিযান, ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৩ ১১:০২ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে প্রজননে সক্ষম ডিমওয়ালা মা ইলিশ মাছ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দৌলতপুর উপজেলার চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন। উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় অভিযানে সহযোগীতা করেন দৌলতপুর থানা পুলিশ ও উপজেলা মৎস দপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন বলেন, মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের জন্য প্রতিদিন অভিযান অব্যাহত রাখা হবে। আমরা সতর্ক আছি এবং প্রয়োজনে যে কোন সময় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকব। তিনি আরও বলেন, ঘাটে স্পীডবোট ও ডবল ইঞ্জিন চালিত ট্রলার প্রস্তুত থাকবে। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চলতি মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদ- অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে।

আরও পড়ুনঃ  কালবেলার সংবাদ খুবই জনপ্রিয়: এমপি মমতাজ