মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে অভিযান চলিয়ে ৬ জনকে আটক করে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী এস এম ফয়েজ উদ্দিন।
এ সময় নদীতে মা ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহনের অভিযোগে ৬ জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১৫ কেজির মতো ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশ স্থানীয় ২টি এতিমখানার মাঝে বিতরণ করা হয়।
অভিযানে অংশ নেন মৎস্য বিভাগ, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এস. এম ফয়েজ উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করতে পিছপা হবে না।