মানবতার কল্যাণে শেখ হাসিনার ভূমিকা বিশ্বনন্দিত: এমপি দুর্জয় - News Portal 24
ঢাকাSunday , ১ অক্টোবর ২০২৩

মানবতার কল্যাণে শেখ হাসিনার ভূমিকা বিশ্বনন্দিত: এমপি দুর্জয়

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩ ৫:২০ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, জননেত্রী শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি তাঁর যোগ্য নেতৃত্বগুণে আজ বিশ্বনেতা হিসেবে পরিগণিত হয়েছেন। মানবতার কল্যাণে তাঁর ভূমিকা বিশ্বনন্দিত। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনাগ্রহণ ও বাস্তবায়ন, মেগা প্রকল্পসমূহের সফল সমাপ্তি এবং অনেক প্রতিকুলতার মধ্যে পদ্মাসেতু নির্মাণ তাঁর সাফল্যের মুকুটে আরেকটি পালক সংযোজন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে গাছ বিতারন অনুষ্ঠানে ১অক্টোবর রোজ রবিবার দুপুর ২টায় দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা।

এসময় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ৭৭৭৭টি বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আজিজুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তায়েফুর রহমান টিপু, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, কৃষক লীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা, আটক-১