বিশ্বকাপের পয়েন্ট টেবিলের যে ফরমেটে সেমিফাইনাল হবে - News Portal 24
ঢাকাSaturday , ৭ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের পয়েন্ট টেবিলের যে ফরমেটে সেমিফাইনাল হবে

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ৭, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ন
Link Copied!

দেখতে দেখতে শুরু হয়ে গেল ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে টুর্নামেন্টটির দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মাঠে গড়াচ্ছে আরও দুইটি ম্যাচ। প্রথমবারের মতো এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ১০টি দল। ভেন্যুও ১০টি। ১০ দল ১০ ভেন্যুতে ফাইনাল সহ মোট ৪৮টি ম্যাচ খেলবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দলের থাকছে নয়টি করে ম্যাচ। প্রথম রাউন্ডে প্রত্যেক দল একবার করে মোকাবিলা করবে অংশগ্রহণকারী সব প্রতিযোগী দেশের। গ্রুপপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল টেবিলের চতুর্থ দলের সঙ্গে প্রথম সেমিফাইনাল খেলবে এবং দুই ও তিনে থাকা দল দুটি দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে কত পয়েন্ট লাগবে?

বিশ্বকাপের গত আসরে নজর রাখলে দেখা যায়, নয় ম্যাচের মধ্যে কোনো দল সাতটিতে জিতলে সেমিফাইনাল নিশ্চিত করবে। গত আসরে সাতটি করে জয় পেয়েছিল ভারত (বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট বেশি ছিল) ও অস্ট্রেলিয়া। আবহাওয়াজনিত কোনো সমস্যা না থাকলে ছয় ম্যাচের জয়েও সেমিতে ওঠার বেশ সম্ভাবনা থাকবে।

তবে সবমিলিয়ে প্রাপ্ত পয়েন্ট বিবেচনা করেই তৈরি হবে পয়েন্ট টেবিল, সেখানে সমান পয়েন্টধারীদের নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে দলগুলোর অবস্থান। আগের আসরে পাঁচ ম্যাচের জয়ে সমান ১১ পয়েন্ট পেয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেবার নেট রানরেটে এগিয়ে থাকায় কিউইরা সেমিতে উঠে যায়। তার মানে ছয়টি করে ম্যাচ জয়ের পরও কোনো দল নেট রানরেটে পিছিয়ে থাকলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবে। সেক্ষেত্রে আর একটি বাড়তি ম্যাচের জয় এগিয়ে রাখবে যে কাউকে।

উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো রাউন্ড রবিন ফরম্যাটে হচ্ছে বিশ্বকাপ। ১৯৯২ আসরে প্রথম এই পদ্ধতিতে খেলা হয়েছিল।