বালাগঞ্জে চুরি করা সিএনজিসহ গ্রেফতার ৩, পলাতক ১ - News Portal 24
ঢাকাSunday , ১ অক্টোবর ২০২৩

বালাগঞ্জে চুরি করা সিএনজিসহ গ্রেফতার ৩, পলাতক ১

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
অক্টোবর ১, ২০২৩ ২:৫৭ অপরাহ্ন
Link Copied!

বালাগঞ্জে চুরি করা সিএনজিচালিত অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ থানাধীন কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ৫নং বালাগঞ্জ সদরের বসাই মিয়ার ছেলে মিছলু মিয়া (২৩), ৪নং পশ্চিম গৌরীপুরের নিয়াজ আলীর ছেলে আব্দুর রহিম (২৩) ও। হবিগঞ্জ জেলার ২নং পূর্ব বাকৈরের মন্তাজ উল্লাহ’র ছেলে সিহাব উদ্দিন (৩৫)। এদিকে আসামী কামরুল ইসলাম পলাতক রয়েছে।

বালাগঞ্জে চুরি করা সিএনজিসহ গ্রেফতার ৩, পলাতক ১

বালাগঞ্জে চুরি করা সিএনজিসহ গ্রেফতার ৩, পলাতক ১

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর এলাকার রুস্তমপুর টোল প্লাজা সংলগ্ন রুমেল এর চা-স্টলের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি তারা স্বীকার করে এবং উদ্ধারকৃত সিএনজি গাড়ির রেজিঃ নম্বর তুলে ফেলা হয়েছে এবং গাড়ির ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর ঘষামাজা করে তা অস্পষ্ট করে ফেলা হয়েছে বলে তারা স্বীকার করে।

তবে আসামী কামরুল ইসলাম পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশ। মামলার তদন্তের জন্য আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অসহায় রেহেনা বেগমের জমি জোরপূর্বক দখলের চেষ্টা কালু গংদের বিরুদ্ধে