আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী গোলাপ মিয়া বলেছেন, জনগণের কল্যাণে কাজ করতে রাজনীতিকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি।
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণের রাজনীতি করছেন। তারই নির্দেশনায় আমি মাঠ পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে গন সংযোগ ও বিনিময় সভা চালিয়ে যাচ্ছি।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি উন্নত, সমৃদ্ধশালি বাংলাদেশের অংশীদার হতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে কাজ করছি।
গোলাপ মিয়া বলেন, গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ সম্ভাবনাময়ী উপজেলা হওয়ার পরও কর্মসংস্থান হারিয়ে মানুষ মানবেতরভাবে জীবন কাটাচ্ছে। অপার সম্ভাবনাময়ী এই আসনের মানুষের নায্য অধিকার ফিরে পেতে কর্মসংস্থান সৃষ্টিতে ও বাংলাদেশের মহান জাতীয় সংসদে আপনাদের কথা তুলে ধরা আমার রাজনীতির লক্ষ্য।
তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাসী। অনেকে স্থানীয় মানুষের মাঝে নতুন নেতৃত্ব সৃষ্টি হোক সেটা চায়না। এলাকার বৈপ্লবিক পরিবর্তনের জন্য স্থানীয় নেতৃত্ব অপরিহার্য।
তিনি আরও বলেন, আপনারাই হচ্ছেন স্হানীয় নেতৃত্ব তৈরির মূল প্ল্যাটফর্ম।আপনারা আমাকে সহযোগিতা করবেন।
মঙ্গলবার ৩ অক্টোবর বিকেলে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।