নওগাঁর পত্নীতলা উপজেলায় মাটিন্দর ইউনিয়নে সরকারের বিভিন্ন দপ্তরে হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাপ্রাপ্তদের নিয়ে ভাতা ও উপকার ভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেছে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ।
১৬ অক্টোবর সকাল ১১টায় মাটিন্দর ইউনিয়নের শিবপুর হাট এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পত্নীতলা-ধামইরহাট ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার (এমপি)।
এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, মাটিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, নওগাঁ জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা, পত্নীতলা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিমান কুমার দাস, পত্নীতলা উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবিনা আক্তার, পত্নীতলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রতন কুমার দাস, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য যুগ্ম আহ্বায়ক ইউসুফ, ইলিয়াস আহমেদ, আবু হোসেন রাকা, নজিপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন সহ পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।