পটুয়াখালীতে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - News Portal 24
ঢাকাMonday , ১৬ অক্টোবর ২০২৩

পটুয়াখালীতে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৩ ১১:২৫ অপরাহ্ন
Link Copied!

‘এগিয়ে রাখে কালবেলা’—স্লোগানে জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার রাত ৮টার পটুয়াখালী জেলা প্রেসক্লাব এক অনুষ্ঠানের আয়োজন করে পত্রিকাটির জেলা প্রতিনিধি ইসরাত হোসেন লিটন।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি উপাধ্যক্ষ মোঃ জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা।

এছাড়াও বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক ও সাধারণ সম্পাদক কাজী দুলাল।

এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালবেলার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে যমুনায় অভিযান, ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস