দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত - News Portal 24
ঢাকাWednesday , ১৮ অক্টোবর ২০২৩

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৩ ৪:১০ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ৯টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বড় পর্দায় আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ও শেখ রাসেল পদক অনুষ্ঠান উপভোগ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার পরুস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ পালিত হয়েছে।

আজ সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এস. এম ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম মোল্যা,ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, উপজেলা প: প: কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী, শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ মাকসুদ হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ  দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে যমুনায় অভিযান, ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস