পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে কলাপাড়া পৌর শহরে এ লিফলেট বিতরন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।
এসময় পৌর শহরের সব শ্রেণি পেশার জনসাধারণের হাতে উন্নয়ন চিত্রের লিফলেট তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, কলাপাড়ার পৌর কাউন্সিলর হুমায়ুন কবীর, তারেকুজ্জামান তারেক, যুবলীগ নেতা জিয়াউর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী সালমা কবির সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় এমপি মহিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়ায় নজিরবিহীন উন্নয়ন করেছেন আর সেই উন্নয়ন চিত্র লিফলেট আকারে তৈরী করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। তাছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে মননায়ন দিবেন এই আসনের মানুষ বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করবেন বলেও জানান এমপি মহিব।