সুনামগঞ্জ জেলার রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের প্রচেষ্টায় ছাতক বন বিটের বাহাদুর পুর মৌজার সংরক্ষিত বনভূমি জবরদখল উচেছদ করে ৭০.০ হেঃ ভূমিতে উপযুক্ত প্রজাতির বাগান (২০২২-২০২৩) আর্থিক সালে সৃজন করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক, (সুনামগঞ্জ) বাগানটি পরিদর্শন করেন।
পরিদর্শন কালে আশপাশের খালি জায়গায় কদম চারা রোপন করার নির্দেশ প্রদান করিলে ইতিমধ্যে পাঁচ হাজার টি কদম চারা রোপন করা হয়েছে জানান সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সাদ্ উদ্দিন।
তিনি জানান, গত জুন মাসে বাগানের রোপন কাজ শেষ হলে ছাতক উপজেলা নির্বাহী অফিসার বাগানটি পরিদর্শন করে দূর্গম হাওর এলাকায় সুন্দর বাগান সৃজন করায় বন বিভাগের কাজের প্রশংসা করেন।
সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন জানান, কতিপয় জবরদখল কারীরা বাগানটি নষ্ট করার পায়তারায় লিপ্ত রয়েছে, গতকাল কতিপয় জবরদখল কারীদের বিরুদ্ধে ছাতক অফিসার ইনচার্জ বরাবরে একখানা অভিযোগ দায়ের করা হয়েছে।
বনভূমি সংরক্ষিত বনভূমি যেখানে বিনা অনুমতিতে প্রবেশাধিকার নিষিদ্ধ, বর্তমান ভূমি আইনে জবরদখল কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে,পরিবেশ রক্ষায় গাছ রোপন অতিব জরুরি এবং গাছপালার দেয়া অক্সিজেন গ্রহন করে আমরা প্রাণীকূল বেঁচে আছি। তাই বাগানটি রক্ষায় ছাতক উপজেলা চেয়ারম্যান, ছাতক উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন সাদ উদ্দিন।