বালাগঞ্জে জুয়াড়ি-চোরসহ ১১ জন আটক - News Portal 24
ঢাকাFriday , ১ সেপ্টেম্বর ২০২৩

বালাগঞ্জে জুয়াড়ি-চোরসহ ১১ জন আটক

বালাগঞ্জ প্রতিনিধি :
সেপ্টেম্বর ১, ২০২৩ ৮:০৬ পূর্বাহ্ন
Link Copied!

নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ৮ জুয়াড়ি এবং ৩ জন চোরসহ মোট ১১ জনকে আটক করেছে বালাগঞ্জ থানাপুলিশ। বালাগঞ্জ থানা সুত্রে জানা যায়, বৃহ:বার রাতে থানার বোয়ালজুড় ইউনিয়নের ৩নংওয়ার্ড পূর্ব রুপাপুর গ্রামে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন ১। কাচা মিয়া(৫০), পিতা-মৃত সুনা মিয়া, সাং-রুপাপুর, ২। আজমান আলী (৪৫), পিতা-মৃত সুন্দর আলী, সাং-কাদিপুর, ৩। শংকর পাল (৪০), পিতা-মৃত মাখন পাল, সাং-মজলিশপুর, ৪। খছরু মিয়া (৪১), পিতা-আব্দুল গফুর, সাং-কাদিপুর, ৫। বীরেন্দ্র বৈদ্য (৩৫), পিতা-মৃত মতিলাল বৈদ্য, সাং-সোনাপুর, ৬। আলী হোসেন (৪০), পিতা-মৃত তৈয়বুল্লাহ, ৭। ফয়েজ মিয়া (৩৫), পিতা-লাল মিয়া, উভয় সাং-বানীগাঁও, ৮। সুন্দর আলী (৫৫), পিতা-মৃত আবাছ উল্লাহ, সাং-হোসিয়ারপুর, সর্ব থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট।

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ। বালাগঞ্জ থানার মামলা নং-০২(০৯)২৩, ধারা- ১৮৬৭ ইং সনের জুয়া আইনে ৩/৪ মূলে ৮ জন জুয়াড়িকে এবং বালাগঞ্জ থানার চুরি মামলা নং-০১(০৯)২৩, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড মূলে ২ জন আসামিকে ধৃত করে এবং ১ জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে আটক করে অদ্য- ০১/০৯/২০২৩খ্রি. সিলেট আদালতে পাঠানো হয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে শোকের মাসে গ্ৰীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত