পাঁচ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস - News Portal 24
ঢাকাMonday , ২৫ সেপ্টেম্বর ২০২৩

পাঁচ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ন
Link Copied!

দেশের বেশকিছু অঞ্চলের অপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া। এসব অঞ্চলের মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আরও পড়ুনঃ  কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে স্মৃতিচারণ—আলোচনা সভা—সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত