পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক’র উপর হামলার মামলায় জুনায়েদ ইসলাম তরুন (২৪) নামের এক আসামীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুয়াকাটার তুলাতলী নামক বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরুন কুয়াকাটার কচছপখালীর এলাকার বাসিন্দা মনির হোসেন জাহাঙ্গীর’র ছেলে।
মামলায় উল্লেখ্য গত ১৮ই আগস্ট পটুয়াখালী থেকে মামলার বাদী মানিক মোল্লা ও ১নং সাক্ষী কামাল নামের দুই ব্যক্তি কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে আসেন।
বিবাদীদের সাথে তাদের পূর্ব বিরোধ বিদ্যমান থাকায় তাদের গতিবিধি নজরে রাখে বিবাদী, কুয়াকাটায় ২দিন অবস্থান করার পরে, পটুয়াখালী উদ্দেশ্য যাত্রাকালে কুয়াকাটার তুলাতলী নামক স্থানে গোল্ডেন লাইন কাউন্টারের সামনে আসলে আসামীরা তাদের উপর চড়াও হয়। ভয়ে তারা গোল্ডেন লাইন পরিবহনের ভিতরে উঠলে তারা অতর্কিত হামলা চালায়, এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি, এক পর্যায়ে লোহার রড দেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। এসময় বাদীর সাথে থাকা নগত ৩৯ হাজার টাকা এবং গলায় থাকা (৮ আনা) ৪৫ হাজার টাকা দামের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়, এবং বাদীর ব্যবহৃত ৩৫ হাজার টাকা দামের সামসাং গ্যালাক্সি মোবাইল ফোনটি ভেঙে ফেলে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়, রোগীর অবস্থা সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন।
পরবর্তীতে ২১আগস্ট বাদী অসুস্থ থাকায় বাদীর স্বাক্ষরিত অভিযোগ পত্রটি ১নং সাক্ষী কামাল হোসেন মহিপুর থানা প্রেরণ করেন। এতে মানিক মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক মো: আসলাম জানান, কুয়াকাটার তুলাতলী নামক বাস স্ট্যান্ড এলাকার একটি মারধরের মামলায় এজাহার নামীয় ১নং আসামী জুনায়েদ হোসেন তরুন কে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।