মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতা ২০২৩ উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের বিভিন্ন ইভেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
বালকদের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে চকমিরপুর উচ্চ বিদ্যালয়। দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে দৌলতপুর পাইলট বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। সারাদিন বালক বালিকাদের বিভিন্ন ইভেন্ট খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম রাজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা পালন করছে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল মুখি হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পেয়ে মাঠে আসছে। বিদ্যালয় ভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, ওসি তদন্ত রনজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে সকল বিজয়ী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।