ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে এসআই (নিরস্ত্র) ফারুক হোসেন এবং কয়েকজন ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানাধীন ৪নং খাড়েরা ইউনিয়ন এর খাড়েরা গ্রামের পূর্ব পাড়া লালু দারোগার বাড়ির পশ্চিম পাশে কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে পাশে মাহাবুব গ্রাম সোনারগাঁও এলাকার খাড়েরা গ্রাম শিপন মিয়া নামের এক যুবকের দেহ তল্লাশি করে দু’শ পিসের ৪টি কালো রঙের বায়ুরোধক ছোট পলি প্যাকের ভিতর ২০০ পিসসহ মোট ৮০০ পিস এবং অপর একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিসসহ মোট ৮৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, এসময় দুইজনকে গ্রেফতার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজা ও ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদকের সাথে জড়িত থাকায় মোট পাঁচ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।