উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি দুর্জয় - News Portal 24
ঢাকাSaturday , ২৩ সেপ্টেম্বর ২০২৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি দুর্জয়

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১১:১৫ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ছাত্রলীগের এক কর্মী সভা গতকাল ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগ এ কর্মী সভার আয়োজন করে।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়। কর্মী সভা উদ্বোধক করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কৌরাইশী সুমন। প্রধান বক্তা ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম।

কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তায়েফুর রহমান টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

কর্মী সভায় জেলা নেতৃবৃন্দরা বলেন, আগামীতে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার জন্য তৃনমৃল নেতা কর্মীদের প্রাধাণ্য দেওয়া হবে। তাড়া প্রকৃত ছাত্রদের সমন্বয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। কর্মী সভায় উপজেলার ৮ টি ইউনিয়ন সহ উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য এ. এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে হলে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নের কথা সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকায় ভোট দিন।

সরকারের ব্যাপক উন্নয়নের দিক তুলে ধরে এমপি দুর্জয় বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়নে নতুন নতুন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ভবন গড়ে উঠছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার কঠিন সাহসিকতা নিয়ে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করেছেন।ছাত্রলীগের আজকের কর্মী সভা সফল হোক এই আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাট ডৌবাড়ী ইউপি'র স্বেচ্ছাসেবক লীগ কমিটি স্থগিত