মাধবদীতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন - News Portal 24
ঢাকাMonday , ২১ অগাস্ট ২০২৩

মাধবদীতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক
অগাস্ট ২১, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ন
Link Copied!

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছে মাধবদী শহর ছাত্রলীগ।

শুক্রবার রাত ৯ টায় মাধবদী শহরের ১ নং ওয়ার্ডে এ মোমবাতি প্রজ্বলন করে সংগঠনটি।

২০০৪ সালের ২১শে আগস্ট নিহত ২৪ জনের স্মরণে ২৪ মিনিট নীরবতা পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নীরবতা শেষে আলোর মিছিল করেন তারা।

এসময় মাধবদী শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিফ আসলাম মাসুদ বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবি জানাই আমাদের সকলের নয়নের মনি, আস্থা ভরসার জায়গা জননেত্রী শেখ হাসিনার নিকট।

এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সিনিয়র সহ সহভাতি পলক সহ অসংখ্য ছাত্রলীগ কর্মী।

আরও পড়ুনঃ  দৌলতপুরে জিয়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা