প্রাইভেট কারের ধাক্কায় আহত চাপাতি ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পূর্ব পাশ্বে। নিহত ওই ব্যবসায়ী নাম আবু সাইদ বাবু।
তিনি হলেন লালমনিহাট সদর উপজেলার সাপটানা পাড়ার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী বাজারের গোলামাল ব্যবসায়ী আনিচুর রহমান জানান, নিহত বাবু ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান করে বিভিন্ন দোকানে খোলা ও প্যাকেট চাপাতি বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে দোকানদারদের কাছ থেকে বকেয়া টাকা উত্তোলন করে চার্জার মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বুধবার বিকাল তিনটায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রানকৃষ্ণ দেবনাথ জানান, সড়ক দুর্ঘটনা হওয়ায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের মামা শ্বশুর গোলাম রব্বানী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।