পত্নীতলায় যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - News Portal 24
ঢাকাMonday , ৭ অগাস্ট ২০২৩

পত্নীতলায় যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রবিউল ইসলাম, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
অগাস্ট ৭, ২০২৩ ৯:০১ অপরাহ্ন
Link Copied!

৭৫-এর বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত জিয়াউর রহমানের মরনোত্তর বিচার, ১৫ আগষ্ট ও ২১আগস্টের গ্রেনেড হামলার মূল হোতা তারেক রহমানের বিচার ও ফাঁসির দাবী সহ সন্ত্রাসী সংগঠন বিএনপিকে নিষিদ্ধের দাবিতে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বিমান কুমার দাস।

পরে নেতৃবৃন্দ পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ সময় যুবলীগের আহ্বায়ক কমিটির অন‍্যতম সদস‍্য শ্রী পংকস কুমার ঘোষ (শংকু), সদস‍্য আব্দুল খালেক, সদস‍্য মনিরুজ্জামান মোল্লা (জামান), নজিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুর রশিদ, যুগ্ন আহবায়ক প্রিতম কুমার পিন্টু, আকবরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক রাজু, পাটিচরা ইউনিয়নের আহবায়ক হাসান, কৃষ্ণপুর ইউনিয়নের যুবলীগের সদস্য শৈলেন চন্দ্র সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের সদস‍্য ও অন‍্যান‍্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জের দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী আটক