মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আবু মোঃ সায়েদুর রহমানের ২৭তম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণে সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
আজ ৩১ জুলাই সোমবার বিকেলে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীনের অফিস কার্যালয়ে স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী খান, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিদুর রহমান মুক্তা, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহমুদ পলাশ প্রমুখ।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়ের পিতা মরহুম আবু মো. সায়েদুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। তিনি ঘিওর কলেজের অধ্যক্ষ ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জগন্নাথ কলেজ ছাত্র সংসদ এর জিএস ছিলেন।
আবু মো. সায়েদুর রহমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া চেয়েছেন তাঁর ছেলে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়। এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।