ডেঙ্গুতে সাড়ে তিন শ ছাড়াল মৃত্যু - News Portal 24
ঢাকাWednesday , ৯ অগাস্ট ২০২৩

ডেঙ্গুতে সাড়ে তিন শ ছাড়াল মৃত্যু

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ৯, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ন
Link Copied!

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় (এক দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫২ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৯২ জন, অন্যরা ঢাকার বাইরের।

বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭৫ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫ হাজার ২৯০ জন।

আরও পড়ুনঃ  ‘স্মার্ট বাংলাদেশ’ দিবস পালিত হবে ১২ ডিসেম্বর