জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত রিপন কুমার পাল। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কর্মরত।
সোমবার (২১ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জুন ও জুলাই মাসের মাসিক অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সভায় মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জুন/২০২৩ মাসে দৌলতপুর থানা,মানিকগঞ্জ শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে মনোনীত হয় রিপন কুমার পাল , দৌলতপুর থানা, মানিকগঞ্জ শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে মনোনীত হওয়ায় ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর সভাপতিত্ব জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে এসআই রিপন কুমার পাল জানান, পেশাগত পুরষ্কার প্রাপ্তির এ গৌরব শুধু আমার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এ গৌরব অর্জন করতে পেরেছি। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন তিনি। এ পুরষ্কার প্রাপ্তি আমার পেশাগত দক্ষতা আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে জানান তিনি। এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, সামগ্রীক কর্মতৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।