গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - News Portal 24
ঢাকাFriday , ১১ অগাস্ট ২০২৩

গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি
অগাস্ট ১১, ২০২৩ ১০:১৮ অপরাহ্ন
Link Copied!

গণতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয় স্বার্থ শ্লোগানে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় সদ্য সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের উপর অমানবিক নির্যাতন, হত্যার চেষ্টা ও হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের সহযোগিতায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪ টায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি শহরের বিডিআর রোড সড়ক প্রদক্ষিণ শেষে সেন্ট্রাল ক্লিনিকের সামনে এসে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক নুরনবী সরকার।

এসময়ে আর উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হাফিজার রহমান (বাপ্পি) সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ রাব্বি, অর্থ সম্পাদক আবু রায়হান রাজ ও জলবায়ু ওনে পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিন ফেরদৌস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পিতার বয়স ৭০ আর ছেলের ১০৫, পড়ছেন নানা বিড়ম্বনায়!