জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২৩ এর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে, দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের মত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওসমানীনগর, সিলেট প্রাঙ্গণে নিম, বহেরা, হরিতকি, আমলকি, কৃষ্ণচূড়া, মাধবীলতা, পলাশ, কাঠবাদামসহ সর্বমোট ১০০টি গাছ রোপন করা হয়।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজহারুল ইসলামের দিক নির্দেশনায় স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ডাঃ আইরিন আক্তার, ডাঃ নুসরাত জাহান মৌটুসী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারিবৃন্ধ এবং জনাব আব্দুল মুকিত (AUFPO) রাজিব ভট্টাচার্য (FPI), ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন।