জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যােগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উছমানপুর ইউনিয়নের পীরের বাজারস্থ একটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ তখলিছুর রহমানের সভাপতিত্বে ও শামিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ,
সহ-সভাপতি আলাউর রহমান আলা, নেফা মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, যুগ্ম-সাধারন সম্পাদক তফজ্জুল হোসেন, আইন বিষয়িক সম্পাদক এডভোকেট সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, সদস্য কাজি হেলাল, বাবুল খান, মাহবুবুর রহমান মাহবুব, খালিছ মিয়া, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এনাম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুস ছালিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শশাংক কপালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবের আহমদ আবির, সুজন মাহমুদ, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাম্মাদ আল হাসান, ইউপি সদস্য আব্দুল আজিজ, উপজেলা কৃষকলীগ নেতা তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুল ইসলাম, ইউপি সদস্য আনহার মিয়া প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।