মানিকগঞ্জের দৌলতপুরে মাটি বহনকারী হাইড্রোলিক ট্রলির চাপায় আলাউদ্দিন (৮০) নামের এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০.৩০ টার দিকে উপজেলার খলসী ইউনিয়নের বড়জোল এলাকায় হেলাল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রলিটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, নিহত আলাউদ্দিন মাঠে ফসলের বিষ দেওয়ার জন্য পিঠে স্প্রে-মেশিন নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হেলাল শেখের বাড়ির কাছে পেছন থেকে মাটি বহনকারী হাইড্রোলিক ট্রলি সাইডের জন্য হর্ন দেয়। রাস্তাটি সরু ও তিনি কানে না শোনার কারণে ওই সময় ট্রলির সামনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দৌলতপুল থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।