সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাধিকার সাংবাদিক সংস্থার সিলেট জেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমীলনি আজ (৫ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি এম এ এইচ ইমনের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় প্রধান জোসেফ আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি আবু সাইদ জালালী মানবাধিকার সংবাদিক কল্যাণ সংস্থা সিলেট জেলা, সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ মানবাধিকার সংবাদিক কল্যাণ সংস্থা সিলেট জেলা, মানবাধিকার কর্মী আব্দুল আজিজ, ডেইলি নিউজ পোর্টালের প্রধান সম্পাদক আতাউর রহমান কাওছার ও স্বাগত বক্তা জাকির আহমদ সংগঠনিক সচিব মানবাধিকার সংবাদিক কল্যাণ সংস্থা সিলেট।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।