ওসমানীনগরের লামা ইসবপুর ব্লু-স্কাই স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যান সংস্থার ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় সংস্থার লামা ইসবপুরস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অথিতি ছিলেন উপস্থিত ছিলেন সংগটনের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসি নোমান চৌধুরী।
আবু সাঈদ চৌধুরী লেবু মিয়ার সভাপতিত্বে এবং ব্লু-স্কাই ক্লাবের সাধারন সম্পাদক ফাহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসি মোসেল চৌধুরী, মোহাম্মদ সিপু মিয়া৷ সংস্থার সদস্য সুহেদ, তাহের, সুহেল, কৌশিক, সাইফুর, জীবান, নাজমুল, সায়মন, সুমন, জুনেদ ও ইপ্তিসহ
স্থানীয় মুরুব্বিয়ান, প্রবাসি ব্যাক্তিবর্গ ও ব্লু-স্কাই পরিবারের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তহায়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন প্রবাসি মোসেল চৌধুরী এবং মোহাম্মদ সিপু মিয়া।