ফুলবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবক হাসপাতালে ভ‌র্তি - News Portal 24
ঢাকাWednesday , ১২ জুলাই ২০২৩

ফুলবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবক হাসপাতালে ভ‌র্তি

Link Copied!

কু‌ড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবক ভ‌র্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন । আক্রান্ত যুবকের নাম আজিজুল হক (৩০)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

ডেঙ্গু আক্রান্ত যুবক ঢাকার শ্রীপুরের একটি টেক্সটাইল মিলে গত দুই মাস ধরে কর্মরত ছিলেন। গত এক সপ্তাহ আগে টেক্সটাইল মিলে কাজ করা অবস্থায় হালকা জ্বরে আক্রান্ত হন। এরপর ছুটি নিয়ে গ্রামের বাড়ীতে ফেরেন। বুধবার সকালে আউট ডোরে জ্বর, মাথা ও শরীল ব্যাথা নিয়ে আসলে রোগীর রক্ত পরীক্ষা করানো হয়।

দুপুরে রক্ত পরীক্ষার রিপোর্টে তার ডেঙ্গু ধরা পরলে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান, আবাসিক মেডিকেল অফিসার ডা: আফিফা তাবাসসুম তামান্না। তিনি বর্তমানে অনেকটা সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা ডেঙ্গু রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রোগীর বিশেষ ব্যবস্থায় চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জের দৌলতপুরে হাই ট্রলির চাপায় প্রাণ গেল কৃষকের