পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট বিতরণ - News Portal 24
ঢাকাThursday , ২৭ জুলাই ২০২৩

পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট বিতরণ

Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে গড়ে উঠা সংগঠন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুল মাঠ প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে সংগঠনের সভাপতি আমির খসরু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।

পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) পাকুন্দিয়া, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মাষ্টার, চরকাওনা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম পলাশ।

এ. টি. এম খলিলউল্লাহ্ শাকিল ও আবুল হাশিম মাস্টারের যৌথ সঞ্চালনায় এ. কে. এম তানজির উল আলমের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন,  মোঃ রফিকুল ইসলাম, তরিকুল হাসান শাহীন, এ. জেড. এম দিদারুল আনোয়ার, আতিকুর রহমান সোহাগ প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক এ. কে. এম তানজির উল আলম জানান,  সংগঠন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়ে গ্রামীন এলাকায় শিক্ষার্থীদের অভাবে কারো পড়ালেখা যেন বন্ধ না হয় তা নিয়েই কাজ করা আমাদের মূল লক্ষ্য।

২০২২ সালে উপজেলার ২৫ টি স্কুলের ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে ১৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।