পাকুন্দিয়ায় ইসলামী আদর্শ ছাত্র পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাWednesday , ৫ জুলাই ২০২৩

পাকুন্দিয়ায় ইসলামী আদর্শ ছাত্র পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলামী সংগঠন জাঙ্গালিয়া ইউনিয়ন ইসলামী আদর্শ ছাত্র পরিষদের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ জুলাই) সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে সংগঠনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আলমগীর হোসাইন এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ইশতিয়াক হাসান মাহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও তারাকান্দি জামিয়া হোসাইনীয়া আস’আদুল উলুম কওমী ইউনিভার্সিটির শাইখুল হাদিস মুফতি শহিদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ গুলেজান জামে মসজিদ এর খতিব মাওলানা আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ যে, কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরন শেষে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলার বিভিন্ন সংগঠন কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  চীনে উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন