দৌলতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত - News Portal 24
ঢাকাSunday , ৩০ জুলাই ২০২৩

দৌলতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

Link Copied!

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে আজ ৩০ জুলাই রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম সহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে জনসচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর দিতে হবে। ছোট নেশায় বাঁধাপ্রাপ্ত হলে বড় নেশা বা মাদক নেশায় আক্রান্ত হবে খুবই কম। পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে নিরাপদ সুস্থ সুন্দর পরিবেশ দিতে হবে যাতে আমাদের সন্তানেরা পথভ্রষ্ট না হয়। আলোচনা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত