মানিকগঞ্জের দৌলতপুরে আজ ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গন পর্যন্ত একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের সম্মেলন কক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মৃদুল কুমার আচার্য সঞ্চলনায় ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহ আলম সিদ্দিকী, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন,কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান সহ সাংবাদিকবৃন্দ এবং উপজেলা আটটি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীগণ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাঠ পর্যায়ে জনসংখ্যার উপর বিশেষ কেটাগরিতে অবদান রাখার জন্য মাঠকর্মী ও মাঠসংগঠকদের মাঝে ক্রেস্ট সনদ প্রদান করা হয়।